আসসালামু আলাইকুম,
প্রশ্ন-১ঃ
আমি ২০২০ সাল পর্যন্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। ২০১৯ সালে, যখন করোনা মহামারি চলছিল, অনলাইনে ক্লাস নেওয়া হতো এবং আগের পরীক্ষার খাতা বাসায় নিয়ে যাওয়ার নির্দেশনা ছিল। আমিও কিছু পরীক্ষার খাতা বাসায় নিয়ে এসেছিলাম, যা দেখে মার্কসও দিয়েছিলাম। করোনার কারণে আর কলেজে যাওয়া হয়নি। এর মধ্যে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু খাতাগুলো আমার কাছেই থেকে যায়। পরে আমি ২০২১ সালে বিদেশ চলে আসি, কিন্তু খাতাগুলো বাসায় রেখে দিয়েছিলাম যাতে সুযোগ হলে কাউকে দিয়ে দিতে পারি।
কিছুদিন আগে, আমি যে ডিপার্টমেন্টে কাজ করতাম তার প্রধানকে (তিনি এখন অন্য জায়গায় চাকরি করছেন) ফোন দিয়ে জানাই যে আমার কাছে কিছু খাতা আছে, এগুলো কী করব? তিনি বললেন যে এগুলো ভুলে যেতে, কারণ এগুলো ফেরত দিলে আমরা দুজনেই সমস্যায় পড়ব। তাছাড়া কলেজের নীতিমালা অনুযায়ী কয়েক বছর পর খাতাগুলো নষ্ট করে ফেলা হয়।
এখন আমার প্রশ্ন হলো, যদি আমি ওই খাতাগুলো বিক্রি করে যে টাকা পাই তা ওই প্রতিষ্ঠানের নামে সদকা করে দিই, তাহলে কি হবে? আর নাহলে কি করবো? কলেজের আরা ওই খাতার আসলে দরকার নাই। দরকার থাকলে তো তারা নিজেরাই আগে যোগাযোগ করতো।
প্রশ্ন-২ঃ
আমি এখন যে জায়গায় চাকরি করি সেখানে আমার ম্যানেজার যে কাজ দেন, আমি সেটা ঠিকমতো করি। এটি ৯টা-৫টা এই টাইপের কাজ। কাজ করার পর আমি ডেডলাইনের আগেই কাজ জমা দিই। আমি আবার ম্যানেজারকে জিজ্ঞাসাও করি যে আমি ঠিকমতো কাজ করছি কিনা? আমার পারফরম্যান্স ঠিক আছে কিনা? তারা খুশি থাকে।
যদিও আমি ঠিকমতোই কাজ করি এবং তারাও খুশি, মাঝে মাঝে আমি যা এক দিনে করতে পারি, সেটা ইচ্ছা করে দুই দিনে করি। মানে ইচ্ছা করে দেরি করি। আবার কখনও কখনও তারা দুই দিনে একটি কাজ করতে দেয়, আমি দুই দিনেই করি, কিন্তু আসলে আমার দুই দিন লাগে না। তাই আমি আমার ব্যক্তিগত কাজও করি। অনেক সময় কাজের প্রেশার থাকে না, তাই আমি আমার ব্যক্তিগত কাজ করি। কিন্তু এমন কখনও হয়নি যে তারা একটি কাজ দুই দিনে করতে বলেছে, আর আমি আমার ব্যক্তিগত কাজ করার কারণে তিন দিন লাগিয়েছি। যদি তিন দিন লাগে, তাহলে সেটা আমি আসলেই পারিনি, তাই তিন দিন লেগেছে।
এটা কি ঠিক হচ্ছে? তাদের কাজ ঠিকমতো করেই সেই সময়ের মধ্যে আমার ব্যক্তিগত কাজ করা, এতে কি আমার টাকা হালাল হবে?
অনেক সময় যেহেতু কাজের প্রেশার থাকে না, তাই করি। এখন আমি যদি তাদের বলি যে আমি ফ্রি বা দুই দিনের কাজ এক দিনে করে ফেলেছি, তাহলে তারা আবার নতুন নতুন কাজ দেবে (কিছু কিছু কাজ দিতে পারে যেগুলো আমার জব রেস্পন্সিবিলিটির মধ্যে পড়ে না)। যেহেতু কর্পোরেট জগত, তাই যতটা খাটিয়ে নিতে পারে, চেষ্টা করবে।
জাযাকাল্লাহ খাইরান।