আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
122 views
in কুরবানী (Slaughtering) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উস্তাদ, আমি ২০০০০ টাকা বেতনের একটি চাকরি করি,আমার স্বামী বেকার।  সম্প্রতি আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ে হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আছে আর ৩ মাস। ৩ মাস পর চাকরি ছেড়ে দিতে হবে বাধ্যতামূলক ভাবে কারণ মেয়ে পালার মত মানুষ নেই। আর এই ৩ মাসের মধ্যে আমার হাজবেন্ড কোনো না কোনো জবে ঢুকবে এটা মোটামুটি নিশ্চিত করেছে। কিন্তু চাকরির বাজারে সবই অনিশ্চিত।  এই ৩ মাসে আমি বোনাস সহ ৯২৫০০ টাকা পাবো। আমার বর্তমান পরিস্থিতিতে আকিকা বা কোরবানি কোনো টাই দেওয়ার মত সামর্থ্য নেই,যেহেতু চাকরি ছেড়ে দিবো এবং এর পর কি হালতে পড়বো সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কিন্তু কোরবানি আমার উপর ওয়াজিব হয়ে যায়। আমি চাচ্ছিলাম কিছু টাকা জমাতে,,যেন হাজবেন্ড যদি ৩ মাসের মধ্যে জবে না ঢুকতে পারে তাহলে আরো ৩ মাস চলতে পারি। এই অবস্থায় আমি যদি একটি ছাগল আকিকা এবং কোরবানি দুই নিয়্যতে জবাই করি  তাহলে কি আকিকা এবং কোরবানি সহীহ হবে?  আর যদি সহীহ নাই হয় তাহলে আমার কোন টা আগে দেয়া উচিত?

1 Answer

0 votes
by (572,970 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ

عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। (মুসনাদ আহমাদ ৮২৭৩, ইবনে মাজাহ ৩১২৩, হাকেম ৭৫৬৫-৭৫৬৬)

শরীয়তের বিধান হলো,প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। 

সুতরাং কাহারো কাছে যদি স্বর্ণের পাশাপাশি টাকা থাকে,তাহলে তার জন্য করনীয় হলো এই টাকা আর উক্ত স্বর্ণের মূল্য হিসেব করে সারে বাহান্ন ভরি রুপার সমমূল্য হয়েছে কিনা?
হলে তার উপর যাকাত,কুরবানী আবশ্যক হবে।

যিলহজ্ব মাসের ১০ তারিখ হতে যিলহজ্ব মাসের ১২ তারিখ সূর্যাস্ত, এ সময়ের মাঝে কোনো সময়ে আপনি যদি সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি সমপরিমাণ মূল্যের মালিক হোন,আর তাহা যদি দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত হয়,সেক্ষেত্রে আপনার উপর কুরবানী ওয়াজিব হবে, নতুবা কুরবানী ওয়াজিব হবেনা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
যিলহজ্ব মাসের ১০ তারিখ হতে যিলহজ্ব মাসের ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত এ সময়ের মধ্যে যদি আপনার মালিকানায় সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি রুপার মুল্যের সমপরিমান টাকা থাকে,বা ঐ সময়ের মধ্যে আপনার মালিকানায় থাকা স্বর্ণ,রুপা ও টাকা সবমিলিয়ে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি রুপার মূল্যের সমপরিমান হয়,সেক্ষেত্রে আপনার উপর কুরবানী ওয়াজিব।

এমতাবস্থায় আপনি যদিএকটি ছাগল আকিকা এবং কোরবানি দুই নিয়্যতে জবাই করেন, তাহলে আকিকা এবং কোরবানি সহীহ হবেনা।

আপনার উপর এমতাবস্থায় কুরবানী দেয়া জরুরী।  কেননা কুরবানী ওয়াজিব, আর আকীকা সুন্নাত।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 129 views
0 votes
1 answer 148 views
...