আসসালামু আলাইকুম।
১. আমি গতরাতে স্বপ্ন দেখেছি আমি আর আমার হাজবেন্ড হজে যাবো, তো যেদিন ফ্লাইট সেদিন আমি আর উনি আমার ফুপির বাসায় গেছি আমার ফুপির কাছে একটা হিজাব বানিয়ে নেবো বলে, তো আমার ফুপি বলছিলো এটাতে কাপড় কম আছে আরেকটু হলে হিজাবটা বড় হতো, এইজন্য আমার হাজবেন্ড পাশের এক বাজারে গেছে যেখানে একটাই কাপড়ের দোকান, সে গিয়ে দোকান্দারকে ডেকে দোকান খুলাইছে সেই সময় আমি গিয়ে বলছিলাম এর চেয়ে বরং শহরে গিয়ে ২/৩ টা বড় হিজাব কিনে আনি এই দোকানের কাপড় ভালো হবে না কিন্তু সে যাবে না এটা নিয়ে আমি তার উপর একটু মন খারাপও করি ; তারপর হঠাৎ আমার শাশুড়ীর সাথে দেখা হয়, আমার হাজবেন্ডের মামাতো ভাইয়ের কি যেনো ঝামেলা লাগছে তারপর হাবিজাবি কি জানি সব দেখেছি আর কিছু মনে নাই।
২. আমার ননদ মারা গেছে(আত্নহত্যা করে) ২০১২ সালে।
কিছুদিন আগে আমার শাশুড়ী স্বপ্নে দেখেন উনি বাসায় ওকে খুজে পাচ্ছিলেন না যার জন্য একে ওকে জিজ্ঞেস করছিলেন তোমরা কেউ সনিয়াকে দেখছো তারপর ওর সাথে দেখা হয়, উনি ওকে বলছিলো তুমি আমাকে না বলে কই গেছিলা তো ও বলছিলো আমি না প্রাইভেট পড়তে গেছিলাম আম্মু, আমার শাশুড়ী ওকে বলছিলো আমাকে বলে যাবা না এরপর কোথাও গেলে আমাকে বলে যাবা আমি তোমাকে কত জায়গায় খুজলাম, তারপর ওকে নিয়ে বাসায় আসে, বাসায় আসার পর আমার নানি শাশুড়ী(উনিও মারা গেছেন ২০১৮ সালে) আবার আমার শাশুড়ীকে বলতেছিলো তুই কই গেছিলি কিছু বলে যাস না তখন উনি সনিয়ার কথা বলছিলো ওকে খুজে পাচ্ছিলাম না তাই খুজতে গেছিলাম এসব বলতেই আবার দেখে সনিয়া নাই তখন আমার শাশুড়ী বলতেছিলো মেয়ে আবার কই গেলো, আল্লাহ মেয়েটাকে আমি খুজে পাইলে একটা ছাগল কোরবানি দিবো।
( স্বপ্নের মধ্যে সনিয়া একেবারেই স্বাভাবিক ছিলো, চিন্তিত ছিলো না শরীরে কোনো আঘাত ও ছিলো না)
এখন আমার শাশুড়ীকে কি ছাগল কোরবানি দিতে হবে, যদি দিতেই হয় তাহলে কি ছাগলই কোরবানি দিতে হবে নাকি সেই পরিমাণ টাকা সদাকা করে দিলে হবে?
৩. গত রমজানের হায়েজের সময় আমি ১১ টা রোজা কাযা করি হায়েজ ভালো হয়নি ভেবে, যদিও আমি জানি হায়েজের সর্বোচ্চ সীমা ১০ দিন কিন্তু আমি সেই সময় ভুলেই গেছিলাম, এখন আমার করনীয় কি? (১১টা রোজাই আমি কাযা আদায় করেছি)