জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সওম অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে, সে যেন সওম পূর্ণ করে। কেননা এ খাওয়ানো ও পান করানো আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে।
সহীহ : বুখারী ১৯৩৩, মুসলিম ১৯৫৫, ইবনু মাজাহ ১৬৭৩, আহমাদ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মানুষ ভুলে যাওয়ার কারণে নামাজ না পরলে বা শরিয়তের কোন কাজ না করলে তার শাস্তি হবেনা,এ কথা ঢালাওভাবে সহীহ নয়।
কোন ব্যক্তি যদি ভুলে যাওয়ার কারণে কোন খারাপ কাজ করে তাহলে তার গুনাহ হবেনা,এমনটি বলা কোনোক্রমেই ঠিক হবেনা
এই প্রশ্ন করার কারণে আপনার ঈমানের কোন সমস্যা হবেনা।
(০২)
হ্যাঁ, পারে। এই শক্তি শয়তানের আছে
(০৩)
না,গুনাহ হবেনা।