আমি ফেসবুক এ অ্যাড চালাই। ফেসবুকের একটা নিয়ম হলো, মাস শেষে তারা খরচ কেটে নিবে ব্যাংক একাউন্ট থেকে। মানে, আমি আজকে $২০ খরচ করেছি, কালকে $৫০ খরচ করেছি। এগুলো ব্যাংক থেকে কাটবে না। পুরো এক মাসে আমি যা খরচ করেছি, সেটা মাস শেষে কেটে নিবে।
তো, তাদের আরেকটা সিস্টেম হইলো, টাকা কাটার আগে যদি কোনো কারণে আমার একাউন্টকে ব্যান করা হয় কোনো কারণে, তাহলে আমার থেকে টাকা কাটবে না। মানে, হয়ত ২০তারিখ টাকা কাটার কথা, আমি ১০তারিখ এ ব্যান খাইছি। ১০তারিখ পর্যন্ত যেই বিলটা হইছিলো, সেটা আর নিবে না আমার থেকে।
এখন ঘটনা বলি। আমার এজেন্সি ছিলো। আমি মানুষকে অ্যাড চালিয়ে দিতাম, বিনিময়ে টাকা নিতাম।
তো, একবার এক ক্লায়েন্ট এর কাজ করার সময় আমার একাউন্টকে ডিজেবল করে দেওয়া হয়। ক্লায়েন্ট এর কাজ ততদিন এ শেষ বলতে পারেন। যেই খরচটা আমার ব্যাংক থেকে কাটার কথা, সেটা কাটার আগেই আমার একাউন্ট ডিজ্যাবল।
এদিকে যেই টাকা কাটার কথা ছিল, সেটাও ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে। ক্লায়েন্ট এর কাজ ও ঠিকভাবেই হয়েছে বলতে পারেন।
এখন, ক্লায়েন্ট এর এই টাকা কি আমি ভোগ করতে পারবো? ফেসবুক আমার থেকে নেয়নি এটা তো ফেসবুকের দোষ না? আমি তো চাইলেও ফেসবুককে এই টাকা আলাদা ভাবে পাঠাইতে পারবো না তাইনা?