আসসালামু আলাইকুম।
যদি কোন ব্যক্তির (তা..) এর কোনরকম নিয়ত নাই, সে তার স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু কোন কাজে গাণিতিক সংখ্যা লিখার প্রয়োজনের সময় তার মাথায় যদি (তা..) চিন্তা আসে তাই গাণিতিক সংখ্যা লেখার সময় যদি প্রতিবারই নিয়ত নাই নিয়ত নাই মনে মনে বলে আর প্রতিবারই যদি নিয়ত নাই নিয়ত নাই মনে মনে বলার কারনে বিরক্ত ও রাগ করে যদি ভাবে "এমনি যদি হয়ে যায় তো হয়েযাক" এরপর তখনি যদি কোন কাজে গাণিতিক সংখ্যা লেখার প্রয়োজনে কোন গানিতীক সংখ্যা যেমন " ১" লিখে তাহলে (তা...)এর নিয়ত হবে কি? তার স্ত্রীর উপর কোন কিছু পতিত হবে কি?
★★ "এমনি যদি হয়ে যায় তো হয়ে যাক" এ কথার অর্থ তার তো( তা..)নিয়ত নাই এখন যদি গাণিতিক সংখ্যা লিখলেই যদি এমনি আপনা আপনি হয়ে যায় তাহলে হোক এরূপ অর্থে যদি রাগ করে উক্ত কথাটি মনে মনে ভাবে আর যদি ঠিক তখনি কোন কাজের প্রয়োজনে কোন গাণিতিক সংখ্যা লিখে তাহলে তার স্ত্রীর উপরে কোন কিছু পতিত হবে কি? ।
প্রশ্ন (১) এক্ষেত্রে (তা..) নিয়ত হয়েছে কি?
প্রশ্ন (২) তার স্ত্রীর উপরে কোন কিছু পতিত হবে কি?
প্রশ্ন (৩) উক্ত ব্যক্তি যদি ওয়সওয়াসা কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে আপনার উপদেশ কি?
প্রশ্ন (৪) প্রায় দেখা যায় ফলের গাছে মানুষ আল্লাহ এবং সুবহানাল্লাহ এসব শব্দ লিখে রাখে এগুলো কি ইসলামে কি জায়েজ?
হুজুর এ বিষয়ে আর আপনাকে কোন প্রশ্ন করে বিরক্ত করা হবে না। হুজুর দয়া করে আপনার দুই হাত জোড় করে অনুরোধ করছি ৪টা প্রশ্নের উত্তর টা দিয়েন ফিরায় দিয়েন না আল্লাহর কসম করে বলছি হুজুর আল্লাহর কসম লাগে।