আমরা জানি যে ইসলামে জাদু/ম্যাজিক করা হারাম এবং শিরক। কিন্তু অনেকে দেখা যায় কোনো কিছু সুন্দর বোঝানোর জন্য এই জাদু নামটা ব্যবহার করা হয়। যেমন জাদুর শহর, জাদুর বাগান, জাদুর খেলনা।
এখন আমি আমার কোম্পানিতে কিছু খেলনা বানাচ্ছি, এখন এসব খেলানার নাম আমি রেখেছি জাদুর বস্ক ( ম্যাজিক বস্ক), জাদুর বল ( ম্যাজিক বল) ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে নামের সাথে জাদু মেশানো কি হারাম?