ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঢিলেঢালা থ্রিপিচ পড়ে পূরিপূর্ণ পর্দা হবে না।আংশিক পর্দা হবে।
(২) রাউটার কেনা টাকায় যদি হারাম থাকে কিন্তু বেশিরভাগই হালাল টাকা এবং এর বিল ও হালাল টাকা থেকে দেয়া হয়, তাহলে তা ব্যব্যবহার করা যাবে। যেই পরিমাণ হারাম টাকা রাউটার ক্রয়ে ব্যয় হয়েছে, সেই টাকা সদকাহ করতে হবে।
(৩)নাপাক কাপড় (প্রশ্রাব) এটাকে তিনবার ধৌত করতে হবে। একবার ধৌত করলে পাক হবে না।
(৪) তাদের দেওয়া ছবি থেকে আপনি নিজে কিছু করতে পারবেন না।
(৫) ওয়াইফাই এর কর্মীদের অনুমতি লাগবে।