আজ সকালে স্বপ্নে দেখলাম আমার হাজবেন্ড আমাকে একটা দূর্বল টাইপের গাছ এনে দিলেন, গাছটাকে গোলাপ গাছ মনে হচ্ছিলো, যদিও গাছটা দেখতূ পদ্ম গাছের মতো, গাছে ছোট ছোট কয়েকটা কলি ছিলো, গাছ টাকে ঘরের পেছন দিকে কয়েকটা গোলাপ গাছের মধ্যে রোপণ করে দিলাম ,রোপণ করার পরে দেখলাম গাছটার গোড়া দিয়ে ফুপে ফূসলিয়ে অনেক পানি বের হচ্ছে, পানি এতো বের হলো যে ঐ গাছটার ঐখানে একটা সমূদ্রের মতো সৃষ্টি হলো আর তাতে ঢেউ সৃষ্টি হচ্ছে, এবং এর ফলে গাছটা অনেক পরিপূষ্ট হয়ে উঠলো। কলি গুলো ও বড় বড় হয়ে উঠলো, গাছ টা আরো সুন্দর হয়ে উঠলো, আর পাশের গোলাপ গাছ গুলো সেইভাবে লক্ষ্য করলাম না, এগুলোর কথা মনে নাই, আর একটা কিনার অচেনা রাস্তা ধরে ধরে আমি কোথায় যেনো যাচ্ছি আর অনেক কিছু শিখছি, কে শিখাচ্ছে যানি না, গায়েবি কিছু মনে হলো। মনে নাই আর কিছু। এসব স্বপ্নের অর্থ কি??