আসসালামু আলাইকুম
১। হিল্লা বিবাহ কি জায়েজ? আর যদি জায়েজ হয় কিভাবে করলে জায়েজ হবে?
২। স্ত্রীর সাথে কথা বললে অনেক সময় (রোমান্টিক অবস্থা) লিংগ থেকে পানির মত বের হয় তখন কি গোসল করতে হবে নাকি ওযু করে নামাজ পড়া যাবে?
৩।স্বামীর প্রতি স্ত্রীর হক কি? যা না পালন করলে বড় গোনাহ হবে?
৪। পশ্চিমের দিকে মাথা দিয়ে কি সহবাস করা যাবে?
৫। গরমের সময় স্ত্রী কি গেঞ্জি মানে টিশার্ট পড়তে পারবে?
৬। তিন তালাকের পর সহবাহ হলে কি ইদ্দত নষ্ট হয়ে যায়? আবার ১ম থেকে কি ইদ্দত পালন করতে হয়?
৭। বর্তমান সমাজে প্রচলিত আছে ছেলে মেয়ে সমান অধিকার,এ বেপারে ইসলাম কি বলে?