আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
148 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (21 points)
আস সালামু আলাইকুম,
আমার কয়েকটি প্রশ্ন।
১. ইনকাম ট্যাক্স লইয়ার যদি গ্রাহক এর ট্যাক্স ফাকি দিতে সাহায্য করে তাহলে তার  এই ইনকাম কি হালাল হবে?

২. অনেক ওয়াজ মাহফিলে বিভিন্ন ক্বারী সাহেব তিলাওয়াত করেন ও হাদিয়া নেন। প্রকাশ্য মাইকে এভাবে তিলাওয়াত করা কি ঠিক হবে? অনেকের তো অসুবিধা হতে পারে।
৩. উপরোক্ত পরিস্থিতিতে ক্বারী সাহেব যে হাদিয়া নিচ্ছেন সেটা কি ওনার জন্য জায়েয হবে?
৪. একজন হজ্বে যেতে যাচ্ছে। তার কিছু অতিরিক্ত জমি আছে আলহামদুলিল্লাহ।  কিন্তু জমি বিক্রি করতে পারছেনা বিধায় যেতে পারছেনা।  এ অবস্থায় তার মৃত্যু হলে কি সে  ফরজ হজ্জ্ব তরক করার জন্য গুনাহগার হবে?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিষয়টা ব্যখ্যা সাপেক্ষে-
 ইনকাম ট্যাক্স লইয়ার যদি গ্রাহক এর ট্যাক্স ফাকি দিতে সাহায্য করে, তাহলে তার এই কাজের ইনকাম হালাল হবে না। তবে যদি কোনো ফ্যাসিষ্ট সরকার জুলুম করে বে ইনসাফির সাথে অতিরিক্ত ট্যাক্স নির্ধারণ করে, তাহলে তখন উক্ত উকিলের কাজের বিনিময় হারাম হবে না।

(২) ওয়াজ মাহফিলে ক্বারী সাহেবকে তিলাওয়াতের বিনিময় প্রদান করা হলে, সেটা জায়েয হবে না। হ্যা, কেউ এমনিতেই হাদিয়া দিয়ে দিলে সেটা নাজায়েয হবে না। তাছাড়া প্রকাশ্য মাইকে এভাবে তিলাওয়াত করাও ঠিক হবে না।কেননা কুরআন তিলাওয়াত শ্রবণ করা ওয়াজিব। মাইকে তিলাওয়াতের সময় অনেকেই একাগ্রতার সাথে তিলাওয়াত শ্রবণ করতে পারবে না।  


আবদুর রহমান ইবনে শিবল রা. থেকে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কুরআনের বিনিময় গ্রহণ করো না এবং এর দ্বারা সম্পদ বৃদ্ধি করো না।-মুসনাদে আহমাদ, হাদীস : ১৫৫২৯

অন্য বর্ণনায় এসেছে, হযরত ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কুরআন পড়ো এবং বিনিময় আল্লাহ তাআলার কাছে চাও। তোমাদের

পরে এমন জাতি আসবে, যারা কুরআন পড়ে মানুষের কাছে বিনিময় চাইবে। -মুসনাদে আহমাদ,হাদীস : ১৯৯১৭

আরেক বর্ণনায় আছে, তাবেয়ী যাযান রাহ. বলেন, যে ব্যক্তি কুরআন পড়ে মানুষ থেকে এর বিনিময় গ্রহণ করে সে যখন হাশরের মাঠে উঠবে তখন তার চেহারায় কোনো গোশত থাকবে না। শুধু হাড্ডি থাকবে। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ৭৮২৪

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (6/ 56):
" فمن جملة كلامه: قال تاج الشريعة في شرح الهداية: إن القرآن بالأجرة لايستحق الثواب لا للميت ولا للقارئ. وقال العيني في شرح الهداية: ويمنع القارئ للدنيا، والآخذ والمعطي آثمان. فالحاصل أن ما شاع في زماننا من قراءة الأجزاء بالأجرة لايجوز؛ لأن فيه الأمر بالقراءة وإعطاء الثواب للآمر والقراءة لأجل المال؛ فإذا لم يكن للقارئ ثواب لعدم النية الصحيحة فأين يصل الثواب إلى المستأجر! ولولا الأجرة ما قرأ أحد لأحد في هذا الزمان، بل جعلوا القرآن العظيم مكسباً ووسيلةً إلى جمع الدنيا - إنا لله وإنا إليه راجعون - اهـ". فقط والله أعلم


(৩) তিলাওয়াত করে বিনিময় গ্রহণ জায়েয হবে না। 

(৪) হজ্ব ফরয হওয়ার পর বিনা কারণে দেড়ী করা গোনাহের অন্তর্ভুক্ত। তবে বিশেষ কারণে হজ্ব করতে দেড়ী হলে কোনো গোনাহ হবে না। প্রশ্নের বিবরণমতে যেহেতু জমি বিক্রি করতে পারছেনা বিধায় হজ্বে যেতে দেড়ী হচ্ছে, সুতরাং  এমতাবস্থায় মৃত্যু হলে তার গোনাহ হবে না।  ফরজ হজ্বের অসিয়ত করে যাওয়া ওয়াজিব।অথবা ওয়ারিছদের জন্য বদলী হজ্ব করানো ওয়াজিব।
سنن الترمذی: (168/2، ط: دار الغرب الاسلامی)
عن علي قال: قال رسول الله صلى الله عليه وسلم: من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا، أو نصرانيا، وذلك أن الله يقول في كتابه: {ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا}.

الدر المختار مع رد المحتار: (271/2، ط: دار الفکر)
(وافتراضها عمري) أي على التراخي وصححه الباقاني وغيره (وقيل فوري) أي واجب على الفور (وعليه الفتوى) كما في شرح الوهبانية (فيأثم بتأخيرها) بلا عذر
(قوله فيأثم بتأخيرها إلخ) ظاهره الإثم بالتأخير ولو قل كيوم أو يومين لأنهم فسروا الفور بأول أوقات الإمكان. وقد يقال المراد أن لا يؤخر إلى العام القابل لما في البدائع عن المنتقى بالنون إذا لم يؤد حتى مضى حولان فقد أساء وأثم اه فتأمل


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...