আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, হুজুর। আমি অবিবাহিত। আল্লাহ চাইলে শীঘ্রই বিয়ে করবো ইং শা আল্লাহ।
তো আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি বিয়ের আগে যে মুয়াল্লাক তালাক হয় তা সম্পর্কে জানতে পারি।
এখন এ বিষয়ে মাসআলা জানার জন্য আপনাদের ওয়েবসাইটের সার্চ বারে লিখে মাসআলাগুলো খুঁজে বের করি। তো এখন এতগুলো মাসআলার ভিরে যেহেতু কোনো নির্দিষ্ট বিষয়ক মাসআলা খুঁজে বের করা দুষ্কর তাই বিয়ের আগে মুয়াল্লাক তালাক বিষয়ক মাসআলা খুজে বের করার জন্য আমি ওয়েবসাইটের সার্চ বারে সরাসরি লিখি "আমি যাকে বিয়ে করবো সেই......"(সম্পূর্ণটা লিখলাম না)। মানে এভাবে সার্চ করলে সহজেই ঐ বিষয়ক মাসআলা খুঁজে বের করা যায়। তাছাড়া এভাবে সার্চ না করে ওয়েবসাইটে ঐ বিষয়ক মাসআলা খুঁজে বের করা অনেক সময়সাপেক্ষ ও একটু কঠিন বটে। এখন এভাবে যে আমি ঐ বিষয়ক মাসআলা খুঁজে বের করার জন্য উপরের ঐ সম্পূর্ণ বাক্যটি লিখে সার্চ দিলাম। এতে কি মুয়াল্লাক তালাক হবে? আমার বিয়ে করাতে কি কোনো সমস্যা হবে?
[আল্লাহর কসম করে বলতে পারি তখন আমার একমাত্র উদ্দেশ্য ছিলো ঐ বিষয়ক মাসআলা খুঁজে বের করা (এক্ষেত্রে আমি ১০০% শিওর)। আল্লাহর কসম করে বলতে পারি আমি নিজের দিকে ইঙ্গিত করে ও মুয়াল্লাক তালাক দেওয়ার জন্য ঐ বাক্যটি লিখিনি এবং চিন্তাও করিনি। ]