ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) শিরকি কথা বা কাজকে কোনো অমুসলিমের সামনে ঘৃণা করলে কোনো সমস্যা হবে না।
(২) যাদেরকে নিয়ে শিরক করা হয়, তাদেরকে কেন ঘৃণা করবেন। বরং যারা শিরক করে, তাদেকেই না ঘৃণা করবেন।
(৩) দীনদারির খোঁজ খবর নিয়ে কোনো মেয়েকে দ্বীনদার হিসেবে মনে করে বিয়ে করার পর যদি দেখা যায় যে,পাত্রী দীনদার না, তাহলে এদ্বারা আপনার উপর লা'নত পড়বে না।
(৪) আপনি দ্বীনদার খোজ করে বিয়ে করবেন। দ্বীনদার না পেলে, তুলনামূলক আকিদা বিশুদ্ধ রয়েছে, এমন কাউকে বিয়ে করবেন। লা'নত পড়বে না।
(৫) হিন্দু বা খ্রিষ্টান ধর্মকে তাদের অনুসারীদের সামনে অপবিত্র ভুল ধর্ম বললে, সেও আপনার ধর্ম নিয়ে প্রশ্ন তুলবে। সুতরাং এসব থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন
মনে মনে বিশ্বাস রাখবেন যে, ইসলাম ব্যতিত বাদবাকী সকল ধর্ম বাতিল।
(৬) হিন্দু ধর্মকে ব্যঙ্গ করে গালী দেওয়া নিষেধ।
(৭) অন্য সকল ধর্মকে তাদের অনুসারীদের সামনে ঘৃনা করা যাবে না। মনে মনে ঘৃণা করবেন।