ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা সূরা ইখলাছে বলেন,
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ★لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ★وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ★وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ★وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ★لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ★
বলুন, হে কাফেরকূল,আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি।এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।(সূরা ইখলাছ)
আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
বলুনঃ ‘হে আহলে-কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস-যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান-যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো অনুগত।(সূরা আলে ইমরান-৬৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ধর্ম নিরপক্ষ অর্থ হল, যার যার ধর্ম সে পালন করবে, অন্যকেউ তাকে ডিস্টার্ব করবে না। কেউ কারো উপর জুলুম নির্যাতন করবে না। কেউ কাউকে কটাক্ষ করবে না। তবে ধর্মনিরপেক্ষর অর্থ এটা নয় যে, সকল ধর্মই সত্য। প্রত্যেক ধর্মের কিছুনা কিছু ভালো রয়েছে।
আপনি ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন।মা'শাআল্লাহ, এটা প্রশংসনীয়। তবে পরবর্তীতে উনি যে কথাগুলো বলেছেন, সেগুলো সমর্থনযোগ্য নয়। আপনি নিরব থেকেছেন, ভালো ও উত্তম কাজ করেছেন। কেননা এখানে কথা না বাড়ানোই হেকমতের তাকাযা। আপনাকে এখন আর কিছুই করতে হবে না। শুধুমাত্র অন্তর দ্বারা ঐ ব্যক্তির কথাগুলোকে প্রত্যাখ্যান করলেই হবে।