আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
আস্সালামুআলাইকুম শাইখ, আমি বাংলাদেশি কানাডিয়ান কোম্পানি তে ঘরে বসে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অনলাইন মার্কেটিং ম্যানেজার হিসেবে রিমোট জব করি | এটা একটা অনলাইন এডুকেশন প্লাটফর্ম | কানাডার লোকাল স্টুডেন্টদের অনলাইন এ পড়ানো হয় | একদিন আমি আমার বাংলাদেশী নামে মুসলিম এমপ্লয়ারকে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামিক বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলি | উনি আমার কথার প্রতিবাদ করে বললেন যে উনি ধর্ম নিরপেক্ষ মতবাদ এ বিশ্বাস করেন, সব ধর্মের মধ্যেই কিছু কল্যাণ আছে এবং আমি যেন ধর্মীয় কোনো বিষয় কাজের মধ্যে না আনি | উনি আমাকে এও জিজ্ঞেস করলেন যে আমি কি উনার কথার সাথে একমত কিনা ? তখন আমি উনাকে বলি যে যেহেতু আমি আপনার কোম্পানি তে চাকরি করি সেহেতু কোম্পানি পলিসির বাহিরে আমি তো যেতে পারবোনা ! উনি বলেছিলেন শুধু কাজের খাতিরে না মন থেকে বিশ্বাস না করলে আমি আমার কাজের সেরাটা উনার কোম্পানি কে দিতে পারবোনা ! আরো কিছু কথা বললে আমি হা হা বলে শায় দিয়ে যাই! উনি আবার জিজ্ঞেস করলেন যে আমি মন থেকে তার কথার সাথে একমত কিনা ?শুধু মাত্র কাজের খাতিরে না ? আমি চুপ থেকে সরাসরি প্রতিবাদ না করে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে যাই এবং বলি যে যেহেতু আমি ৬ মাস পর অনলাইন এ ইসলামিক এডুকেশন প্লাটফর্ম করার কথা ভাবছি তাই উনার সাথে বিষয়টি শেয়ার করে উনার মতামত জানার চেষ্টা করছিলাম ! তখন উনি বললেন সেটা আমি করতে পারি | যার যার ব্যাক্তিগত মূল্যবোধ ও আদর্শ থাকতে পারে | এখন আমার প্রশ্ন হলো, আমি জানি যে ধর্ম নিরপেক্ষতা একটি কুফুরি মতবাদ | এবং আমি এই বিশ্বাস কে অন্তর থেকে ঘৃণা করি | কিন্তু, আমি যে সরাসরি কথার মাধ্যমে জবান দ্বারা প্রতিবাদ করে বললাম না যে আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করিনা এবং কুফর মনে করি এতে কি মুসলিম হিসেবে আমার ঈমান বিনষ্ট হয়েছে ? হয়ে থাকলে করণীয় কি ? আমি কি উনাকে মেসেজ এর মাধ্যমে আবার বিষয়টি জানাবো যে আমি ধর্ম নিরপেক্ষ না এবং এটা কুফর ? উনি আমাকে বলেছিলেন যে উনি জানেন আমি ধার্মিক মুসলিম | আবার আশঙ্কাও হয় যে আমার চাকরি যদি চলে যায় ! নাকি বেনামে ইমেইল পাঠাবো এই কুফুরী মতবাদ সম্পর্কে ? আমি মহান আল্লাহর এর কাছে এজন্য ক্ষমা প্রার্থনা ও তাওবাহ করেছি |

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা সূরা ইখলাছে বলেন,
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ★لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ★وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ★وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ★وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ★لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ★
বলুন, হে কাফেরকূল,আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি।এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।(সূরা ইখলাছ)

আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
বলুনঃ ‘হে আহলে-কিতাবগণ! একটি বিষয়ের দিকে আস-যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান-যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো অনুগত।(সূরা আলে ইমরান-৬৪)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ধর্ম নিরপক্ষ অর্থ হল, যার যার ধর্ম সে পালন করবে, অন্যকেউ তাকে ডিস্টার্ব করবে না। কেউ কারো উপর জুলুম নির্যাতন করবে না। কেউ কাউকে কটাক্ষ করবে না। তবে ধর্মনিরপেক্ষর অর্থ এটা নয় যে, সকল ধর্মই সত্য। প্রত্যেক ধর্মের কিছুনা কিছু ভালো রয়েছে। 

আপনি ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন।মা'শাআল্লাহ, এটা প্রশংসনীয়। তবে পরবর্তীতে উনি যে কথাগুলো বলেছেন, সেগুলো সমর্থনযোগ্য নয়। আপনি নিরব থেকেছেন, ভালো ও উত্তম কাজ করেছেন। কেননা এখানে কথা না বাড়ানোই হেকমতের তাকাযা। আপনাকে এখন আর কিছুই করতে হবে না। শুধুমাত্র অন্তর দ্বারা ঐ ব্যক্তির কথাগুলোকে প্রত্যাখ্যান করলেই হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...