বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশিষ্ট আরবি ভাষাবিদ ইবনুল আসির (মৃত্যু: ৬০৬ হিজরি) তার নেহায়া (النهاية في غريب الحديث والأثر) গ্রন্থে বলেন, “মেহরাব (المحراب) শব্দের অর্থ: সুউচ্চ ও সম্মানজনক স্থান, যা সভা বা মজলিসের অগ্রভাগে থাকে।
এখান থেকেই মসজিদের মেহরাব শব্দটিকে নামকরণ করা হয়েছে। কেননা তা মসজিদের সম্মুখভাগে থাকে এবং সবচেয়ে সম্মানজনক স্থান।”
قال ابن الأثير في “النهاية” :
المحْرابُ : المَوْضع العَالي المُشْرِفُ ، وهُو صَدْر المَجْلس أيضاً ، ومنه سُمّي محْراب المسْجد ، وهو صَدْرُه وأشْرَف مَوْضِع فيه . انتهى
ইবনে মানযুর তার বিখ্যাত অভিধান লিসানুল আরব গ্রন্থে বলেন,
المحراب : صدر البيت ، وأكرم موضع فيه، والجمع المحاريب هو أيضا الغرفة
“মিহরাব অর্থ: বাড়ির প্রধান অংশ এবং সবচেয়ে সম্মানজনক স্থান। বহুবচন মাহারিব। এর আরেকটি অর্থ ঘর বা কক্ষ।”
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'মুনতাসির আলম মেহরাব' নাম রাখা যাবে। মুন্তাসির আর্থ সাহায্যপ্রাপ্ত। আলম অর্থ জগৎ।