আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
115 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
السلام عليكم ورحمة الله وبركاته

কিছু প্রশ্ন ছিলো --

১) বয়স্ক একজন মহিলা নামায এর নিয়মকানুন কিছু জানেন না উনি আপাতত নামাজ কীভাবে আদায় করবেন? উনি কোনো সুরা বা তাশাহহুদ কিছুই পারেন না।যেহেতু বয়স্ক তাই তাড়াতাড়ি শিখতে ও পারবেন না।উনি কীভাবে নামাজ আদায় করবেন এই অবস্থায়?

২)আমার কাছে কিছু হাদীসের কিতাব আছে সেগুলো এক বোন আমার কাছে এক বছরের জন্য ভাড়ায় চেয়েছে। উল্লেখ্য যে, আমি ইতিপূর্বে আমার পরিচিত অন্যান্য বোনদের বইগুলো পড়তে দিয়েছিলাম মূলত তাদের মাধ্যমেই এই বোন আমার কাছে আসেন। আমি তাকে চিনি না।

এখন আমি তাকে বিশ্বাস করতে পারছি না যে, সে আমার কিতাবগুলো আমানতের সাথে রাখতে পারবে কি না!
আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আগে আল্লাহর সন্তুষ্টির জন্য কিতাবগুলো পড়তে দিয়েছিলাম অর্থাৎ এর বিনিময়ে কোনো হাদীয়া নেই নাই। আলহামদু-লিল্লাহ।

কিন্তু এখন আমি ভাবছি যে, নবীজী ﷺ এর হাদীসের সম্মানের জন্য কিছু হাদীয়া নির্ধারণ করবো। আর সেই হাদীয়া দিয়ে আমি আমার প্রয়োজনীয় কিছু কিতাব কিনবো। এটা এই কারণে যে, কিতাবাদি ভাড়ায় দেওয়া জায়েজ আছে। আবার আশঙ্কা করছি, এই নাম মাত্র হাদীয়া জন্য আবার দুনিয়াতেই না প্রতিদান পেয়ে যাই! কারণ আমরা যা কিছুই করছি এটার আল্টিমেট পুরষ্কার তো আল্লাহ দিবেন। যদি এই হাদীয়া নেওয়ার কারণে আমি আখিরাতে পুরষ্কার পাওয়া থেকে মাহরূম হয়ে যাই সেই চিন্তা আমার মাথায় গুরপাক খাচ্ছে! আসলে তাকওয়ার দাবি তো সন্দেহযুক্ত জিনিস থেকে বেছে থাকা। কিন্তু আরেকটা বিষয় খোলাসা করতে চাই যে, আমার কিছু বই খুব প্রয়োজন সেইগুলো কিনার মত ক্যাপাবিলিটি এই মুহূর্তে আমার নেই। আর অনেক সময় দেখা যায়, যাদের কিতাব দেই তারা কিতাবগুলো ঠিকমত আমানত রাখতে পারে না, (আবার অনেক সময় তাদের জন্য সম্ভবও হয় না কারণ পড়লে তো একটু আধটু কিতাব আগে থেকে বিক্রম হবেই) তাই এই ক্ষেত্রে আমি যদি কিছু হাদীয়া নির্ধারণ করে দেই তাহলে তারা বইটার প্রতি এক্সট্রা যত্নশীল হবে।
এই বিষয়ে কোনটা করলে উত্তম হয়?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ - وَاللَّفْظُ لِسَعِيدٍ - قَالَا : ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ مِسْعَرٍ ، ح : وَحَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ ، وَأَبُو شَيْبَةَ ، قَالَا : نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا مِسْعَرٌ ، عَنْ إِبْرَاهِيمَ السَّكْسَكِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ أَنَّهُ لَا يَسْتَطِيعُ أَنْ يَأْخُذَ مِنَ الْقُرْآنِ شَيْئًا ، - وَقَالَ ابْنُ عُيَيْنَةَ : فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، عَلِّمْنِي شَيْئًا يُجْزِينِي مِنَ الْقُرْآنِ ، فَإِنِّي لَا أَقْرَأُ ، قَالَ : " قُلْ سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ " . ، قَالَ : فَضَمَّ عَلَيْهَا بِيَدِهِ ، وَقَالَ : هَذَا لِرَبِّي ، فَمَا لِي ؟ قَالَ : " قُلِ : " اللَّهُمَّ ، اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي ، وَعَافِنِي " . فَضَمَّ بِيَدِهِ الْأُخْرَى ، وَقَامَ.

رواه النسائي (924) وأبو داود (832).

والحديث: جوَّد إسنادَه المنذري في "الترغيب والترهيب" (2 /430)، وأشار إلى تحسينه الحافظ ابن حجر في "التلخيص الحبير" (1/236).

অনুবাদঃ- ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল যে, সে কুরআন শিখতে অক্ষম। ইবনে উয়াইনার বর্ণনায় আছে, সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু শিখিয়ে দিন যা আমার জন্য কুরআন পড়ার বিকল্প হিসেবে যথেষ্ট হবে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তুমি বলো, "সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি" (আল্লাহ মহাপবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহর তৌফিক ব্যতীত গুনাহ থেকে বিরত থাকা এবং ভালো কাজ করার শক্তি নেই)। রাবী বলেন, অতঃপর লোকটি তার দুই হাত একত্র করে বলল, এটা তো আমার প্রতিপালকের জন্য, আমার জন্য কি? তিনি বলেনঃ তুমি বলো, "আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াদিনী ওয়ারযুকনী ওয়া আফিনী"। (হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে হেদায়াত দান করো, আমাকে রিযিক দাও এবং আমাকে সুস্থতা দান করো)। অতঃপর সে পুনরায় তার দুই হাত একত্রে মিলালো, অতঃপর উঠে চলে গেল।
(সুনানে দারা কুতনি ১১৬৮)

قال ابن قدامة رحمه الله:

"فإن لم يحسن شيئا من القرآن، ولا أمكنه التعليم قبل خروج الوقت: لزمه أن يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله؛ لما روى أبو داود قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني لا أستطيع أن آخذ شيئا من القرآن فعلمني ما يجزيني منه فقال قل سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله، قال: هذا لله فما لي قال: تقول: اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافني.

ولا يلزمه الزيادة على الخمس الأول؛ لأن النبي صلى الله عليه وسلم اقتصر عليها، وإنما زاده عليها حين طلب الزيادة" انتهى.

فإن استطاع قراءة بعض الفاتحة دون البعض الآخر لزمه الإتيان بما استطاع منها،

ويلزمه تكرار ما يحسن منها بقدرها (أي: ليكون مجموع ما يقرؤه سبع آيات بعدد آيات الفاتحة).

وقال ابن قدامة: ويحتمل أن يجزئه التحميد والتهليل والتكبير؛ لقول النبي صلى الله عليه وسلم: "فإن كان معك قرآن فاقرأ به، وإلا فاحمد الله وهلِّلْه وكبِّره" رواه أبو داود.

(المغني/1/189-190).

সারমর্মঃ-
যদি কোনো ব্যাক্তি কুরআন ভালোভাবে পড়তে পারেনা,আর কুরআন শিখাও তার পক্ষে সম্ভব না হয়,সেক্ষেত্রে সে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله পড়বে।
যদি সুরা ফাতেহার কিছু আয়াত পড়তে সক্ষম হয়,সেক্ষেত্রে ঐ আয়াত গুলিই বারবার তিলাওয়াত করবে। যাতে করে নামাজ শুদ্ধ হওয়া সমপরিমাণ কিরাআত হয়ে যায়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত মহিলা যদি অশুদ্ধ তিলাওয়াত জানে,সেক্ষেত্রে সে যেভাবে জানে,সেভাবেই পড়ে নামাজ আদায় করবে।
যদি কোনোভাবেই তিলাওয়াত করতে না পারে,একটি আয়াতও না পারে সেক্ষেত্রে সে নামাজের মধ্যে কিরাআত এর স্থানে 
سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ " পড়বে।

এটাও পড়তে না পারলে সেক্ষেত্রে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে।
পাশাপাশি যথাসম্ভব তিলাওয়াত শেখার চেষ্টা চালিয়ে যাবে।

(০২)
আপনি হাদিয়া নিতে পারবেন।

হাদিয়া না নিলে সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন যে আপনি অনেক গুলি বই একসাথে না দিয়ে ২/১ টা করে দিবেন।
এক্ষেত্রে সময় নির্দিষ্ট করে দিবেন যে এই কয়দিনের মধ্যে জমা দিতে হবে, জমা দেয়ার পর আবারো অন্য ২/১ টি বই এভাবে দিবেন।

এক্ষেত্রে বইয়ের কোনো ক্ষতি হলে বা হারিয়ে গেলে সে তার ক্ষতিপূরণ দিবেন,এই মর্মে লিখিত/মৌখিক ওয়াদার ভিত্তিতে বই দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...