আসসালামু আলাইকুম
১. একদিন আমি নামায পরতেছিলাম, নামাযে শুধু ভুল হচ্ছে। তখন মনে মনে বললাম যদি এবার নামায ভুল হয় তাহলে আনার স্ত্রী তালাক। আমার নানায ভুল হয়ে গেলো। আমার স্ত্রী কে আমি কোনো দিন এই কথা বলি নাই। এভাবে কী আমার স্ত্রীর উপর তালাক পতিত হবে?
২. একদিন আমি একটা নাত গাইতেছিলাম খুশির হালতে। নাতটি হলো সোনার মদিনা আমার প্রানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না৷ এর পরে বলছি সব ছারিতে পারি কিন্তু তোমায় ছারতে পারি না। যখন আমি, সব ছারিতে পারি এই কথাটা বলি তখন আমার স্ত্রী আমার সাথে ছিলো এবং আমি স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বলি যে স্ত্রী কেউ ছারতে পারি,, এটা আমার স্ত্রী আজো জানে না।। এর দ্বারা কী তালাক পতিত হবে
৩. আমার স্ত্রী তার বাপের বাড়ি ছিলো। আমার স্ত্রী কে আমি মোবাইলে বলি যে তুমি বাড়ি আসিও না। তুমি ওই খানেই থাকো, তুমি আসলে আমি বাড়ি থেকে বেড়িয়ে যাব। বুঝতে পারনাই আমি কি বলছি। তখন আমার স্ত্রী বলে ঠিক আছে আমি যাবো না। তখন আমি আবার বলি আসবা না থাকবা আমার পরিক্ষা গুলো শেষ হোক তখন বসলে একটা ফায়সালা হবে। এর দ্বারা কী তালাক পতিত হিবে????? আমার মনে হচ্ছে যে তাকে যখন কথা গুলো বলি তাকে কান্না করার জন্য কথা গুলো বলছিলাম। এবং ওই দিন টি এটা ভাবছিলাম যে তার সাথে সংসার করব না।