গতকাল প্রশ্ন করেছিলাম,অনেকদিন আগে আমি আমার হাসবেন্ড এর কাছে মেসেজে তালাক চাই কিন্তু সে রাজি ছিলনা,পরে আমি তাকে তালাকের অধিকার দিতে বলি,তাতেও সে রাজি ছিলনা,পরে আমি তাকে বলি আমার কাবিন হয়ে গেছে,তখন সে বলে অধিকার দিলাম,তখন আমি বলি তিন তালাকের অধিকার দিয়েছো ?তখন সে বলে হুম,ভালো থেকো,,,শ,তসাপেক্ষে বলেনি,মানে সময় উল্লেখ্য করেনি,
তখন সাথে সাথে আমি তাকে বলে দেই আমার কাবিন হয়নি,এবং আমরা স্বামী স্ত্রী এর মত নরমালি কথা বলছিলাম,তাকে বুঝাচ্ছিলাম আমরা সব ঠিক করে নিবো,
এসব কথাবার্তার পর আমার ঠিক মনে পরছেনা,মনে হচ্ছে আমি মুখে নিজের উপর তালাক নিয়েছিলাম,
তবে এর পরের দিন আমি স্পষ্ট ভাবে নিজের উপরর তালাক নিয়েছিলাম,,এই তিন মাসে আমি অনেকবার নিজের উপর তালাক নিয়েছিলাম,কিন্তু আমি আমার হাসবেন্ড কে বলিনি,
তালাকের অধিকার দিলে সেটা আর ফিয়েনেয়া যায়না এমনটা আমি মনে করতাম,
এই তিন মাস পর এসে আমাক বলে তোমার উপর তালাকের অধিকার নাই,আমি তখন বলি একবার বলে ফেল্লে অধিকার ফিরিয়ে নেয়া যায়না,তাছাড়া এই তিন মাসে একবারও বলেনি আমি অধিকার ফিরিয়ে নিলাম,
এখন সে ফোন এ বলে তোমার উপর অধিকার আমি সাথে সাথে ফিরিয়ে নিয়েছিলাম,কিন্তু সে এটা মুখে বা লিখে আমাকে বলেনি,এখন বলছে,
এখন সে তালাক কোনভাবেই দিতে চায়না,এই অবস্থায় আমি কি তালাক ধরে নিবো ?