السلام عليكم ورحمة الله
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
১\ মাসয়ালা, এক ছাত্র কুদুরী জামাত পড়া কালে বলল যদি ১৮ বছর বয়সে বিয়ে করে তালাক এরপর ছেলিটি ২১ বছর বয়সে বিয়ে করেছে। সে এধরনের কথা বলেছে নিশ্চিত। কিন্তু এখন একথাটা চুড়ান্তভাবে নিশ্চিত না যে ১৮ বছরের কথা বলেছে নাকি ২১ বছরের কথা বলেছে। অর্থাৎ তার মনে নেই নিশ্চিত ভাবে বলতে পারতেছেনা কত বছরের কথা বলেছে ২১ না ১৮। এখন ২১ বছর বয়স শুরু হওয়ার সময় বিয়ে করার কারনে কি স্ত্রীর উপর কোন কিছু পতিত হবে?