আমার আজকে সকালে কালচে রঙের জমাট রক্ত দেখা দিয়েছে।সারাদিন আর দেখা দেয়নি এখন আবার মাগরিবের আগে একটু দেখা দিল।আর এটা তরল বা প্রবাহমান রক্ত নয়।আমার হায়েজের ডেট ১২ তারিখে ছিল। এত আগে আর কখনো হয়নি। আগে হলে হয়তো ১-২ দিন আগে হয় এতো আগে না।বরং অনেক সময় ডেটের অনেক পড়ে হয়।গতবার আমার নির্দিষ্ট ডেটেই হয়েছিল, চার পাঁচদিন ছিল কিন্তু কোনো তরল বা প্রবাহমান রক্ত জায়নি।এবারও এমন ই যাচ্ছে।আমি বুঝতে পারছি না এটা আমার হায়েজ কিনা?আগে আমার এমনই যেতো কিন্তু কয়েকঘন্টা পরে প্রবাহমান রক্তই যেতো। কিন্তু গতবার থেকে এমন হচ্ছে। এখন এটা কি আমার হয়েজ?