→★পূর্বের প্রশ্নটি ছিল নিম্নরূপ ★←
//[একজন ভাই ধুমপান তথা সিগারেট খাওয়া ছেড়ে দিতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন।
এক পর্যায়ে আল্লাহর কসম করে শপথ করেছিলেন এই বলে যে, "আমি যদি আর একটা সিগারেট খাই, আল্লাহর কসম তার বিপরীতে ১টা রোজা রাখবো"।............. …..........]//
→★উত্তরে আপনি বলেছেন★←
//কাফফারা দিয়ে দিলে আর সিগারেট খেলে রোযা রাখতে হবে না//
→★★★
দয়া করে একটু বুঝিয়ে বলবেন উত্তরটি?
→★★★
তিনি যদি সিগারেট খাওয়ার বিপরীতে রোযা না রেখে শপথটি ভঙ্গ করে ফেলেন, এবং শপথ ভঙ্গের কাফফারা দিয়ে দেন, এবং কাফফারাটি যদি শুধু একবারই দেয়া হয়, তাহলে কি পরবর্তীতে তার পূর্বের শপথটি বলবৎ থাকবে? অর্থাৎ পরবর্তীতে সিগারেট খেলে কি তাকে প্রতিটি সিগারেটের বিপরীতে ১টি রোযা রাখতে হবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240505_003215_063.sdocx--><!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240505_002411_401.sdocx-->