আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। আমার হায়েযের স্বাভাবিক অভ্যাস ১০ দিন। রমাদানেও ১০ দিন পরেই গোসল করে পবিত্র হয়েছি। কিন্তু তারপর ও চার পাঁচদিন মাঝেমধ্যে গাঢ় গোলাপি বা বাদামি হালকা স্রাব দেখা যেত। আমি তাও নামায চালিয়ে গেছি। আমার প্রতি হায়েয বন্ধের ২৫দিন পর সাধারনত পরের হায়েয আসে। কিন্তু এবার হায়েয বন্ধের মানে রমাদানে হায়েযের ১০দিন ধরেছিলাম। ঐ দশম দিনের ১৩দিন পর রক্ত দেখি যায়। ইস্তিহাযা ধরে নিয়ে সলাত চালিয়ে গেছি। ১/২টা নফল রোজাও করেছি। কিন্তু বর্ন, গন্ধ সব হায়েযের মতোই ছিলো। ৮/৯ দিন রক্ত জারি ছিলো। এরপর বন্ধ হয়ে গেছে। আমি এই ৮/৯ দিন, মানে হায়েয বন্ধের পরের ১৩-২১ তম দিন ইস্তিহাযা ই ধরে নিয়েছিলাম। কিন্তু এখন আমার এ মাসের হায়েয আর আসেনি। আমার সন্দেহ হচ্ছে যে, ইস্তিহাযার ১/২ দিন পর ই কি হায়েয এসেছিলো নাকি,,হয়ত ইস্তিহাযা আর হায়েয আমি গুলিয়ে ফেলেছি। কারন ইস্তিহাযার পর হায়েয তো আর হয়নি এই মাসে। এখন আমি কি যেদিনগুলো ইস্তিহাযা ধরে নামায রোজা করেছিলাম সেগুলোর কাজা করব?