"আমার টিম এবং আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, আমরা বিদেশি বিভিন্ন কাস্টমারের কাজ নিয়ে থাকি । আমরা লোগো, ব্যানার, কার্ড, অডিও এডিটিং এবং মিউজিক তৈরি করে থাকি বিদেশি কাস্টমারদের জন্য। আমরা জানি যে ইসলামে যে মিউজিক এর কাজ হারাম তাই আমরা ভবিষ্যতে এই সেবাটি বন্ধ করার পরিকল্পনা করে রেখেছি তবে এই মুহূর্তে আমরা এই সেবাটা চালু রাখছি । সম্প্রতি, একজন কাস্টমার আমাদের একটি ডিজাইন এবং মিউজিক এর কাজ দিয়ে চিন্তায় ফেলে দিয়েছে। সাধারণ তো আমরা বিদেশি কাস্টমারদের ধর্মিয় কাজ গুলি এরিয়ে চলি, কিন্তু এই কাস্টমার এমন একটি কাজ দিয়েছে যেটা কুফুরি কাজের সাথে সম্পর্কিত আছে কিনা এটা নিয়ে টেনশনে আছি।
কাস্টমারটি আমাদের কাছে একটি রেস্টুরেন্ট ব্যানার তৈরি করার জন্য কাজ দিয়েছে। সে ডিজাইনটা কেমন করতে হবে সেটার জন্য আমাদের কাছে কিছু খ্রীস্টানদের ডিজাইন পাঠিয়েছে, সে বলেছে এই খ্রীস্টান ডিজাইন এর মতো তার ব্যানার টি ডিজাইন করতে কিন্তু খ্রীস্টান ধর্মের সাথে তার ডিজাইনটির কোনো সম্পর্ক থাকবে না, শুধু ডিজাইনটাই সে চায় । এবং মিউজিক এর ক্ষেত্রে তার রেস্টুরেন্টে বডি মেসেজ এর জন্য স্পেপেশাল স্পা রুম সার্ভিস আছে যেখানে বডি মেসেজ করা হয় এবং পাশে এই সফট মিউজিক গুলা বাজানো হয়, সে চেয়েছে তার কিছু সফট মিউজিক তৈরি করে দিতে হবে, এবং মিউজিক গুলা কেমন হবে সেটার জন্য আমাদের কিছু ইউটিউব এর
রেফারেন্স লিংক দেয়েছে, লিংকে গেলে দেখা যায় মিউজিক গুলা সাধারণ সফট মিউজিক কিন্তু মিউজিক গুলার নাম হচ্ছে বৌদ্ধধর্ম মেডিটেশন মিউজিক। তো কাস্টমার চাচ্ছে তার সফট মিউজিক গুলা কোনো বৌদ্ধধর্ম অনুসারী হবে না কিন্তু মিউজিক গুলা তার দেওয়া ইউটিব এর লিংক এর মতো সিমিলার/অনুরূপ করে তৈরি করতে হবে।
আমাদের প্রশ্ন হল, কাস্টমার এর কাজ করার জন্য খ্রিস্টান এবং বুদ্ধ ধর্মীয় ডিজাইনগুলি রেফারেন্স হিসেবে নিয়ে, সেটা থেকে কাছাকাছি সিমিলার/অনুরূপ ডিজাইন এবং অডিও তৈরি করলে কি কুফুরি হবে অথবা কাফেরদের অনুসরণ করা হবে?