আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (17 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
প্রিয় মুহতারাম,

এখন ভুট্টার মৌসুম।

এখন প্রশ্ন  হচ্ছে একজন কৃষক ভুট্টা বিক্রি করবে।কিন্তু ভুট্টা৷ এখনো  ছিড়ে নাই।কাল কে ছিড়বে।


প্রশ্ন হচ্ছে তার টাকার প্রয়োজন, তাই বর্তমান বাজার মুল্য হিসেবে আজকে কি আগাম টাকা দেওয়া যাবে ভুট্রা ক্রয়ের
উদ্দেশ্য।

1 Answer

0 votes
by (63,450 points)

 

وعليكم السلام ورحمة الله وبركاته

বিসমিল্লাহির রহমানির রহিম।

জবাব,

শরীয়তের বিধান হলো পুকুরে পানির মধ্যে মাছ থাকাবস্থায় তা মোটেও হস্তান্তরযোগ্য নয়, বিধায় পুকুরের মাছ না ধরে বিক্রি করা জায়েজ হবে না।তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে মাছ সহ ঘের/মাছ সহ পুকুর ক্রয় করা জায়েজ হয়নি। (ফাতাওয়ায়ে আলমগীরী : ৩/১১৩, মাজমুআতুল ফাতাওয়া : ২/১৪০)

প্রশ্নোক্ত ক্ষেত্রে কারবারটি যেহেতু নাজায়েয হয়েছে এখন ঐ চুক্তি ধর্তব্য হবে না। অতএব আপনারা এক্ষেত্রে মালিকের সাথে চুক্তি বাতিল করবেন,টাকা ফেরত নিবেন,ও যেই টাকার পোনা ছেড়েছেন,সেই টাকাও ফেরত নিবেন।

অথবা যে পরিমাণ মাছ তাতে আছে, সব মাছ তুলে  তার পাইকারি বাজার-মূল্য (আপনাদের পোনা ব্যাতিত) তাকে দিয়ে দিবেন,আর আপনাদের দেয়া টাকা ফিরিয়ে নিবেন।

অতঃপর উক্ত পুকুর/ঘের নিতে চাইলে নতুন করে ক্রয় বিক্রয়ের চুক্তি করবেন।

হাদীস শরীফে এসেছেঃ

عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن بيْعِ المضطرِّ وعنْ بيْعِ الغَرَرِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ قَبْلَ أَنْ تُدْرِكَ. رَوَاهُ أَبُو دَاوُد

আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর-জবরদস্তিমূলক ক্রয়-বিক্রয় ও প্রতারণামূলক কোনো কিছু ক্রয়-বিক্রয় এবং পুষ্ট হওয়ার আগে ফল ক্রয়-বিক্রয় করা হতে নিষেধ করেছেন। (আবূ দাঊদ ৩৩৮২,মেশকাত ২৮৬৫)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عنْ بيعِ الحصاةِ وعنْ بيعِ الغَرَرِ. رَوَاهُ مُسلم

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাঁকর নিক্ষেপ করার ক্রয়-বিক্রয় হতে এবং ধোঁকার ক্রয়-বিক্রয় হতে নিষেধ করেছেন। (মুসলিম ১৫১৩, নাসায়ী ৪৫১৮, আহমাদ ৭৪১১, দারিমী ২৬০৫, আবূ দাঊদ ৩৩৭৬, ইরওয়া ১২৯৪, সহীহ আল জামি‘ ৬৯২৯।)

জমিনের কিছু অংশের ফলন প্রত্যক্ষ করার পর অভিজ্ঞ ক্রেতা-বিক্রেতারা পুরো জমিনের হলুদের মোটামুটি একটি পরিমাণ বুঝে নিতে পারে। বিষয়টি তাদের কাছে তেমন অস্পষ্ট থাকে না এবং এ কারণে ঝগড়া-বিবাদও হতে দেখা যায় না। সুতরাং এ লেনদেন জায়েজ। -মাজমাউল আনহুর : ৩/৫৫

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

সুতরাং প্রশ্নেল্লিখিত ছুরতে মাঠে থাকা অবস্থায় গাছ থেকে ছিড়ার পূর্বেই এভাবে ভুট্টা বিক্রি করা জায়েয আছে। এতে কোন সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...