আমি আমার বাসার আঙ্গিনায় কাজ করতেছি আমার স্ত্রী রান্না ঘরে রান্না করতেছে, তো এক সময় আমি আমার গার্লফ্রেন্ড কে উদ্যেশ্য করে গায়ক জেমস এর একটি গান গাই। গানটি হলো: এক তালাক দুই তালাক তিন তালাক দেই বন্ধু তরে, দম কলের মোবাইল নাম্বার কথায় পাইরে, কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে,, অবশ্যই আমি আমার গার্লফ্রেন্ড কে উদ্যেশ্য করে গানটা গেয়েছি। গানটা গাওয়ার কিছুক্ষন পর মনে মনে ভাবলাম আমার বউ তো আমার বন্ধু হয়, কিন্তু বউ বন্ধু হলেও আমিতো বৌকে উদ্যেশ্য করে গানটা গাই নি। গানটা গাওয়ার সময় বৌ এর কথা তো ভাবি নাই। গানটা গাওয়ার পর এগুলো মনে মনে ভাবতেছি।গার্লফ্রেন্ড কে বন্ধু সম্মধন করে গানটা গেয়েছি। আমার বৌকে উদ্যেশ্য করে গানটা গাই নাই।,,, গার্লফ্রেন্ড প্রতারনা করেছিলো তাকে উদ্যেশ্য করে গানটা গেয়েছিলাম। গান উদ্দেশ্য করেই গেয়েছি। এখন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে রায় চাচ্ছি,, খুব একটা সন্দেহের মধ্যে আছি,,, এ ভাবে অন্যের উদ্দেশ্যে গাওয়া গান টি দ্বারা আমার স্ত্রীর উপর কী তালাক পতিত হবে?