বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) তিন সময়ে ফরয-নফল তথা সকল প্রকার নামায পড়া মাকরুহে তাহরিমী।যথা-(১)সূর্যোদয়ের সময়(২)সূর্যাস্তের সময় (৩)সূর্য ঠিক মধ্যখানে অবস্থানের সময়।আর পাঁচ সময়ে শুধুমাত্র নফল নামায পড়া মাকরুহ।উপরোক্ত তিন সময়।(৪)সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত।অর্থাৎ ফজরের নামাযের আগে ও পরে (৫)আছরের নামাযের পরে।(শেষোক্ত দুই সময়ে ফরয নামায পড়া মাকরুহ নয়)সুতরাং এই পাঁচ সময়ে যেকোনো প্রকার নফল নামায,চায় তাহিয়্যাতুল ওজু হোক বা তাহিয়্যাতুল মসজিদ হোক, সবই মাকরুহ।প্রথম তিন প্রকারে মাকরুহে তাহরিমীর বিধান রয়েছে।আর শেষ দুই প্রকারে প্রকাশ্যে কোথাও পাইনি।তবে যতটুকু সম্ভব মনে হচ্ছে, মাকরুহে তানযিহি-ই হবে।(আল্লাহ-ই ভালো জানেন)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
8219
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাহাজ্জুদের নামাজ শেষে সালাম ফিরিয়ে ঘড়ির দিকে তাকানো হলে দেখা যায় যে, তাহাজ্জুদের সময় ৩-৪ মিনিট আগে শেষ হয়ে গেছে,আর সুবহে সাদিক শুরু হয়ে গেছে। এমতাবস্থায় আপনার এই নামাযও তাহাজ্জুদ বলে গন্য হবে। এবং আপনি পূর্ন ফজিলত পাবেন। কেননা আপনি তো সুবহে সাদিকে পূর্বে তাহাজ্জুদ শুরু করেছিলেন।