আমি অনলাইনে একটা সফটয়্যার কোম্পানিতে কাজ করি, ঘরে বসেই। আমি যখন জবে জয়েন করি, অফিস আমাকে জানিয়েছিল, তখন তারা আমাকে যে স্যালারি দিবে তা দৈনিক ৬ ঘন্টা কাজ করার বিনিময়ে, অফিস ৮ ঘন্টাই কিন্তু আমাকে ২ ঘন্টার রেস্ট ব্রেক দিবে তারা, কাজ করতে হবে মূলত ছয় ঘন্টা। এরপরে আমি জয়েন করি। আমি মাঝে মাঝে অফিস টাইম এর পরে এক্সট্রা ৩০/৪০ মিনিট ওভার টাইম করতাম ফলে এক্সট্রা আরো কিছু টাকা পেতাম বেতনের সাথে।
.
হুট করে তারা সিদ্ধান্ত নিলো আমাকে আরো ৩০ মিনিট এক্সট্রা কাজ করতে হবে, অর্থাৎ ৬ ঘন্টা ৩০ মিনিট এবং এর জন্য তারা আমার স্যালারি আনুপাতিক হারে বাড়াবে না। অর্থাৎ আমি আগে যে ওভারটাইম কাজ করে এক্সট্রা কিছু টাকা পেতাম সেটাও আর পাবো না, উল্টো মাসে ১৫ ঘন্টা এক্সট্রা কাজ করতে হবে। এতে তারা আমার অনুমতি একদমই নেয়নি। বরং দ্বিমত করলেও তারা জোর করে এটি আমার উপরে চাপিয়ে দিয়েছে। চাকুরী বাঁচানোর স্বার্থে আমি তাদেরকে কিছু বলতে পারিনি। অথচ জয়েন করার টাইম তারা বলেছিল আমাকে ৬ ঘন্টা কাজ করতে হবে। বেতনের ইনক্রিমেন্টেও তারা এই এক্সট্রা ১৫ ঘন্টা কাজের জন্য বাড়ায় নি। তারা তাদের নিয়মেই ইনক্রিমেন্ট করছে। বেশি কাজ করানো যাবে, এই জন্যই তারা টাইম বাড়িয়েছে।
.
২ মাস আগে হুট করে আবার বলতেছে আরো এক্সট্রা ১৫ মিনিট কাজ করতে হবে। অর্থাৎ ৬ ঘণ্টা ৪৫ মিনিট। মানে মাসে এক্সট্রা ২২.৫ ঘন্টা কাজ করতে হবে, অথচ তারা আমকে এক্সট্রা কোন টাকা দিবে না। আগের নিয়মে হলে, ২২.৫ ঘন্টায় আমি ৫/৫.৫ হাজার টাকার মত ওভার টাইম পেতাম।
.
এখন আমার সমস্যা হচ্ছে, আমার রেস্ট এর জন্য বরাদ্দ করা ব্রেক টাইম কমে গেছে। আমার কাজ করতে সমস্যা হচ্ছে। এত ক্ষণ টানা কম্পিউটারে কাজ করা যায়না। রেস্ট নিতে হয়, এই রেস্ট নিতে না পারার কারণে আমার অফিসের কাজেই খারাপ প্রভাব পড়েছে। এটা জানানোর পরেও তারা অফিস টাইম কমাবেও না। অথচ আমি অফিসের হকের ব্যাপারে খুব সচেতন, ১ মিনিট ও এদিক ওদিক করিনা। ১ মিনিটের জন্য চেয়ার থেকে উঠলেও আমি তার হিসাব রাখি, পরে অতিরিক্ত সময় কাজ করে ওই টাইম পুষিয়ে দেই। যেন তাদের হক না নস্ট হয়ে যায় কিন্তু তারা আমার বিষয় বুঝে না, আমি বলার পরেও মানে না। বেশি বললে চাকরি ছেড়ে দিতে বলবে।
.
আমার প্রশ্ন হলো, আমি ৬ ঘন্টাই কাজ করব, কিন্তু তারা জানবে আমি তাদের চাপিয়ে দেয়া এক্সট্রা ৪৫ মিনিট ও কাজ করতেছি, আমি যদি এমনটা করি, তাহলে তারা কখনোই বুঝতে পারবে না। (যেহেতু এক্সট্রা যেহেতু আমাকে টাকা দিচ্ছে না, ইচ্ছাকৃত ভাবে বেশি কাজ করিয়ে নিচ্ছে। আনুপাতিক হারে স্যালারি বাড়াচ্ছে না। আমার অনুমতি না নিয়ে তারা অফিসের কর্মঘন্টা বৃদ্ধি করেছে, অথচ শুরুতে বলেছিল ৬ ঘন্টা কাজ করতে হবে।)
.
উক্ত ৬ ঘন্টায় আমি তাদের হকের সামান্যতম নষ্ট করব না। প্রতিটা মিনিটের হিসাব রাখবো, হালাল হারামের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করি। এই এক্সট্রা ৪৫ মিনিট যদি আমি বিশ্রাম নিতে পারি তবে আমার প্রোডাক্টিভিটি বাড়বে, রিফ্রেশ মাইন্ডে কাজ করতে পারব যা মূলত অফিসেরই লাভ।
.
উক্ত ৪৫ মিনিট যদি আমি তাদের না জানিয়ে বিশ্রাম নেই, কেননা তারা আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে, তবে আমার বেতনে কোন হারাম প্রবেশ করবে কিনা.? জায়েজ হবে কিনা.?
তাদের বোঝানোর কোনো উপায় আর নেই। বললেই উল্টাপাল্টা বকা শুরু করবে।