আসসালামু আলাইকুম
আমাদের বাসায় প্রিন্টার নাই বা লন্ডনে নরমাল দোকান থেকে প্রিন্ট আউট করা অনেক বেশি এক্সপেন্সিভ।
আমার স্বামী একটা শপের ম্যানেজার। সেখানে প্রিন্টার আছে যেটা দোকানের কাজের জন্য। তো আমি পড়ালেখা রিলেটেড কিছু প্রিন্ট আউট করতে দিলে উনি দোকানে (যেখানে কাজ করেন) প্রিন্টার ইউজ করেন। আমি উনাকে এ ব্যাপারে আস্ক করি যে এটা ঠিক হবে কিনা। তখন উনি বললেন উনি ম্যানেজার হওয়াতে উনাকে যদ্দুর দায়িত্ব এর থেকেও বেশি কাজ চাপানো হয়। আবার কোনো কর্মচারী না আসলে আর কেউ প্রক্সি দেয় না তাই উনার অফ থাকলেও উনাকে আবার যেতে হয় যেগুলোর কোনো স্যালারী উনাকে দেওয়া হয় না। এখানে স্যালারী ঘণ্টা হিসেবে দেয়। উনার অই এক্সট্রা আওয়ার গুলো উনারা পে করেনা। বলে যে ছুটি কাটায় ফেলিও এরকম।একবার তো এমনও হয়ছিল যে টানা ১ মাস উনি আরো একটা দোকানের ম্যানেজমেন্ট দেখছেন কারণ পে করবে বলছিল। পরে আর পে করেনি। তো উনি সে হিসেবেই প্রিন্টার ইউজ করেন মাঝে মাঝে।
এখন আমার তারপরও খুব চিন্তা হয়। আবার কিছু অলরেডি প্রিন্ট আউট করিয়েও ফেলছি। এখন কি অই প্রিন্টার ব্যক্তিগত কাজে ব্যবহার জায়েজ হবে এক্ষেত্রে? আর জায়েজ না হলে যেগুলো প্রিন্ট আউট করিয়েছি ওগুলো কি করব?