আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ,
শায়েখ, দোকান থেকে একটা শাড়ি কেনা হয় ৪৫০০ টাকা দিয়ে। শাড়ি কেনার পর বাসায় এসে বুঝতে পারি যে, শাড়িটা পড়া হবেনা, অযথা টাকা অপচয় হয়ে গেছে।
দোকানদারকে ৩-৪ দিন পর শাড়িটা ফেরত দেয়ার জন্য কল করা হলে দোকানদার জানেন যে, টাকা ফেরত দিবেন না,একটা শাড়ির বদলে অন্য শাড়ি নিয়ে নিতে। কিন্তু আমাদের আপাতত সব গুলো টাকার শাড়ি প্রয়োজন নেই।
আমার প্রশ্ন হচ্ছে,
দোকানদারকে ৪০০/৫০০ টাকা রেখে বাকী টাকা ফেরত দেয়ার জন্য বলা জায়েজ হবে কিনা?
এভাবে ৪০০/৫০০ টাকা বাদ দিয়ে বাকী টাকা ফেরত নেয়া জায়েজ হবে কিনা।
অনুগ্রহ করে একটু দ্রুত উত্তর দিলে অনেক উপকার হয়।জাযাকাল্লাহ খইরন।