আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি ভালো আছেন।
হুজুর লোকটি খুবই পেরেশানিতে আছে।অনুগ্রহ করে সাহায্য করুন হুজুর!
নাম আব্দুল্লাহ, ময়মনসিংহ।
হুজুর আমাকে তাড়িয়ে দিয়েন না! সম্পূর্ণ পড়ার অনুরোধ করতেছি হুজুর।
১\ একদিন স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। কিন্তু সে বলেছে ডাক্তার দেখাবে না। এর পর আমি বলেছি তোমার কিন্তু সমস্যা হবে সারা জীবন এর কারনে আমার কাছে কাল হয়ে যাবে।তাহলে তোমার সাথে এক মাস দেখা করবো না কথা বলবো না তুমি তাহলে বাসায় যাও না হয় গাড়িতে উঠিয়ে দেই যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা কর। তুমি ডাক্তার না দেখিয়ে কথা মানলে না সারা জীবন তোমার আফসোস করতে হবে । এমনটি বলার সময় তালাকের ওয়াসওয়াসা আসলে সমস্যা হয়েছে কিনা? পরে বকাযকা করে একটু পর স্ত্রী ডাক্তার দেখাইছে এখন যদি না দেখাতো তাহলে কি সমস্যা হত কি না? জানানোর অনুরোধ রইলো।
২\ স্ত্রী বলল আমি বাড়িতে যাবো তখন স্বামী রাগে বলেছে এখন আমি তোমাকে নিয়ে যেতে পারবো না একা একা চলে যাও বা তোমার বাপেরে বলো নিয়ে যেতে। এটা বলার সময় তালাকের ওয়াসওয়াসা আসার দারা কোন সমস্যা হচ্ছে কিনা টেনশন হচ্ছে।
\ হুজুর শেষ কথা হলো এগুলো কারণে এখন অনেক টেনশন হচ্ছে হায় স্ত্রী হালাল আছে কি না? এবং স্ত্রীর সাথে খারাপ আচরণ হয়ে যায়। কোন ভালো কাজেও মন বসে না। মনে হয় ভালো কাজ করলে কি হবে যদি স্ত্রী হারাম হয়ে থাকে!
হালাল না হারাম এটা নিশ্চিত হওয়ার কোন সুরত বা আমল আছে কি না?
এখন কি করবো?। নিজেকে সবসময় অপরাধী মনে হয়, যেকোন কাজে একটা দুর্বলতা কাজ করে। সাহস হারিয়ে ফেলি । এখন কী করবো হুজুর ?
হুজুর আমাকে আন্তরিকভাবে এর সমাধান ও পরামর্শ দেওয়ার অনুরোধ রইলো।