জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﻣِﻤَّﺎ ﻟَﻢْ ﻳُﺬْﻛَﺮِ ﺍﺳْﻢُ ﺍﻟﻠّﻪِ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺇِﻧَّﻪُ ﻟَﻔِﺴْﻖٌ ﻭَﺇِﻥَّ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦَ ﻟَﻴُﻮﺣُﻮﻥَ ﺇِﻟَﻰ ﺃَﻭْﻟِﻴَﺂﺋِﻬِﻢْ ﻟِﻴُﺠَﺎﺩِﻟُﻮﻛُﻢْ ﻭَﺇِﻥْ ﺃَﻃَﻌْﺘُﻤُﻮﻫُﻢْ ﺇِﻧَّﻜُﻢْ ﻟَﻤُﺸْﺮِﻛُﻮﻥَ
যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে-যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে।
{সূরা আন'আম-১২১}
শীয়াদের গ্রহনযোগ্য কিতাবের মধ্যে কুরআন পরিবর্তন, রদ বদল,আবু বকর রাঃ ও ওমর রাঃ এর প্রতি গালাগালি, আয়েশা রাঃ এর উপর যেনার অপবাদ সহ কুফরি আকীদা স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে।
সুতরাং যে ব্যাক্তি উক্ত কুফরি আকীদা পোষন করবে,তার জবাইকৃত পশু খাওয়া হারাম।
আর যেই শীয়ারা এসব আকীদা পোষন করেনা,তাদের জবাইকৃত পশু খাওয়া থেকেও বিরত থাকা আবশ্যক।
فتاوی شامی
"وبهذا ظهر أن الرافضي إن كان ممن يعتقد الألوهية في علي، أو أن جبريل غلط في الوحي، أو كان ينكر صحبة الصديق، أو يقذف السيدة الصديقة فهو كافر لمخالفته القواطع المعلومة من الدين بالضرورة، بخلاف ما إذا كان يفضل عليا أو يسب الصحابة فإنه مبتدع لا كافر كما أوضحته في كتابي تنبيه الولاة والحكام عامة أحكام شاتم خير الأنام أو أحد الصحابة الكرام عليه وعليهم الصلاة والسلام". (3 / 46،کتاب النکاح، فصل فی المحرمات، ط: سعید)
সারমর্মঃ-
শীয়াদের মধ্যে যারা আলী রাঃ এর মাঝে উলুহিয়্যাত এর দাবী করে,অথবা দাবী করে যে হযরত জিবরাইল আঃ ওহি আনার মধ্যে ভুল করেছেন,অথবা আবু বকর রাঃ এর সাহাবী হওয়াকে অস্বীকার করে অথবা আয়েশা রাঃ কে অপবাদ দেয়,তারা অকাট্য দলিল অস্বীকারের দরুন কাফের।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে শিয়াদের জবাইকৃত পশুর গোস্ত খাবেননা।
শিয়া মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বেননা।
তাদের পিছনে জুম'আর নামাজ আদায় করবেননা।
আলাদা ভাবে জুম'আর নামাজ আদায় সম্ভব না হলে সেক্ষেত্রে বাসায় বা হোস্টেলে নিজে নিজে জোহর এর নামাজ আদায় করবেন।