আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। উস্তায আজকে সোমবার, ২২/০৪/২৪, আইয়ামে বীজ না। বীজ কালকে মঙ্গলবার থেকে শুরু। কিন্তু আমি আজকে ভুলবশত আইয়ামে বীজেররোযা এবং শাওয়ালের রোজার নিয়তে রোজা রেখে ফেলেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার রোজাটা কি হবে নাকি না, যেহেতু নিয়ত ভুল ছিল। এখন কি রোজাটা রাখব না ভেঙে ফেলব? এক্ষেত্রে কাযা করার প্রয়োজন আছে কী?
উস্তায একটু তাড়াতাড়ি জানাবেন ইং শা আল্লহ