আসসালামু আলাইকুম
হুজুর প্রশ্নটা আমার এক চাচাতো বোনের,,তার কোন তালাকের ওয়াসওয়াসা নেই,,দয়া করে উত্তর টা দিবেন।
আমার বোনের বিয়ের ঘটকালী করেছে বোনের স্বামীর চাচাতো বোন।।তো বোনের স্বামী সেই মহিলার সুনাম করতেছে যে ওই মহিলা নাকি আমার বোনের বিয়ে দিয়ে তাকে উদ্ধার করেছে।।তাই বোন রেগে গিয়ে বোনের স্বামী সাথে কথা বলেনি।
সকালে বোনের স্বামী কল দিতেছে কিন্তু বোন মেসেজে বলছে কল দিয়ে লাভ নেই আপনার সাথে কথা বলার কোন ইচ্ছে নাই।।তখন তার স্বামী বলছে তুমি ঘটকআপার জন্য আমার সাথে কথা বলবে না।।তখন বোন বলছে আপনার মতো সুবিধাবাদী মানুষের সাথে কথা না বলাই ভালো।এই কথাটা লিখার সময় বোন মনে মনে ভাবছে এই কথাটা বললে কি নিজের উপর তালাক পতিত হওয়া বুঝায়,, তারপর ভবতেছে আমি তো নিজের উপর তালাক পতিত করি নি।।।
বোন যে বলছে আপনার মতো সুবিধাবাদী মানুষের সাথে কথা না বলাই ভালো- এটা কি কেনায় তালাক ? ?এটা বলার সময় তালাক এর কথা মনে হলে কি সমস্যা হবে।।বোন নিজের উপর তালাক পতিত করে নি।।শুধু মনে মনে বলছে এই কথা বললে কি নিজের উপর তালাক পতিত হয় নাকি।।আবার ভাবছে এই কথা লিখে কি আমি নিজের উপর তালাক পতিত করলাম নাকি।।।তাদের কোন তালাক এর বিষয় নিয়ে আলোচনা হয় নি।।বোনের মনে এমনি চলে আসছে তালাক এর কথা।।।আোনের তালাকের অধিকার যদি স্বামী দিয়ে থাকে তাহলে বোনের এই কথাটাতে কি সমস্যা হবে