আসসালামুয়ালাইকুম।
আগে দুই বার প্রশ্ন করেছি , শায়েখ সম্পূর্ণ ওয়াসওয়াসা মুক্ত প্রশ্ন। আমার বাবা এই সব বাক্য ব্যাবহার করে, কিন্তু জিজ্ঞাসা করায় বলে তালাকের নিয়ত নেই। আমি নিশ্চিন্তে বলছি ওয়াসওয়াসা না। অনেক বা ঝগড়া হলে এমন কথা বলে কিন্তু জিজ্ঞাসা করায় নিয়ত ছিল না।
রাগের মাথায় , ঝগড়া সময় যদি স্ত্রী কে বলে কিন্তু নিয়ত নেই,
১. তোর সাতে সম্পর্ক নাই ।
২. আমি আমার মত চলবো বা তুই তো মত চল ( বাড়িতে)
৩. তোর হাতের রান্না খাবোনা। তোর হাতের রান্না হারাম
৪. সেই রকম হলে কবেই তো ব্যবস্থা করে দিতুক ( দিতাম)
৫. এমন কাজ করলে বাপের বাড়ি পাঠিয়ে দিবো।
৬. আমি বলে তোর সাতে সংসার করছি অন্য কেউ হলে সংসার করত না।
৭. তোর সাতে সংসার করবো না।
৮. বাড়ি থেকে চলে যা। বা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে , স্ত্রী বাপের বাড়িতে গিয়েছে স্বামী আবার নিয়ে এসেছে।
৯. স্বামী বলেছে এ বাড়ি তোর না , স্ত্রী বলছে আমার বাড়ি , হ্যাঁ তো বাপের বাড়ি , এটা আমার বাড়ি বেরিয়ে যা।
১০. তুই তোর রাস্তা দেক।
@@@@কোনো কি তালাক পতিত হবে??
একই প্রশ্ন অনেক বার করা হয়েছে অপ্রভী হয়েছিল না। এখন হয়েছে । জবাব পেয়েছি তালাক হবে না । প্রশ্ন গুলো ডিলেট করে দিয়েন। শুকরিয়া