আসসালামুয়ালাইকুম।
একটি বার প্রশ্ন করে , একটু এডিট এর জন্য ওয়াসওয়াসা ভেবে জবাব পায়নি। খুবই দুঃখিত নিউ আইডি করে প্রশ্ন করলাম ।আসলে বাস্তব এটাই কোনো ওয়াসওয়াসা জনিত প্রশ্ন করছিনা। হুজুর খুব প্রয়োজন এই বাক্য গুলো রাগ ও ঝগড়া তে ব্যবহার হয়েছে কিন্তু নিয়ত ছিল না । এর দ্বারা কি তালাক পতিত হবে?
১. তোর সাতে সম্পর্ক নাই ।
২. আমি আমার মত চলবো বা তুই তো মত চল ( বাড়িতে)
৩. তোর হাতের রান্না খাবোনা। তোর হাতের রান্না হারাম
৪. সেই রকম হলে কবেই তো ব্যবস্থা করে দিতুক ( দিতাম)
৫. এমন কাজ করলে বাপের বাড়ি পাঠিয়ে দিবো।
৬. আমি বলে তোর সাতে সংসার করছি অন্য কেউ হলে সংসার করত না।
৭. তোর সাতে সংসার করবো না।
৮. বাড়ি থেকে চলে যা। বা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে , স্ত্রী বাপের বাড়িতে গিয়েছে স্বামী আবার নিয়ে এসেছে।
৯. স্বামী বলেছে এ বাড়ি তোর না , স্ত্রী বলছে আমার বাড়ি , হ্যাঁ তো বাপের বাড়ি , এটা আমার বাড়ি বেরিয়ে যা।
১০. তোর সাতে আমি চলতে পারবোনা।
এমনি রাগ মনোমালিন্য ঝগড়া সময় ব্যাবহার হয়েছে কিন্তু কোনো নিয়ত ছিল না তাহলে কি তালাক হবে?