আস্সালামুআলাইকুম হুজুর খুব বিপদে পরে প্রশ্নটা করছি দয়াকরে দ্রুত সমাধান দিবেন ,,হুজুর আমার মায়ের দ্বীনের বুঝ একদম নেই,,এমনকি আমি নামাজ পড়তে বললেও রাগ করেন,,তাই ভয়ে আমি চুপ থাকি,,আমার মায়ের দ্বিতীয় বিয়ে যার সাথে হয়েছে লোকটির দ্বীনের বুঝ তো নেইই এর সাথে যত হারাম কাজ আছে,হারাম উপার্জন ,নেশা করা পরকীয়া সহ সব কিছুতে যুক্ত ,,সে মুখে মুখে মেক অনেক বার তালাকের মতো বাক্য বলেছে,,অনেক ভাবে,,এমনকি তিনি আমার সাথেও খারাপ কাজের চেষ্টা করেছেন,,আমি মেক বলেছিলাম যে তোমাদের তালাক হয়ে গিয়েছে ,,আমি আই ফতোয়া থেকে জেনেছি,,এখন মা নিজে নিযে গিয়ে তালাকের কাগজ নিয়ে এসে সৎ বাবাকে দিয়ে বলেছেন যে তারা ৩ মাস আলাদা থাকবেন, ৩ মাস পর পুনরায় একে অপরকে বিয়ে করবেন ,আমি মেয়ে হিসেবে কিচ্ছু বলতে বা করতে পারছিনা ,,কেননা তাদের মধ্যে দ্বীনের সামান্যতম বুঝ নেই ,,আল্লাহ হেদায়েত দিক তাদের ,,কিন্তু হুজুর আমি এভাবে নিশ্চুপ থাকলে আল্লাহ কি আখিরাতে আমাকে জিজ্ঞাসিত করবেন !?