ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ব্যাংকের চাকুরি হারাম হওয়ার মূল কারণ দু’টি।যথা-
১-হারাম কাজে সহায়তা করা।
২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা থাকা।
হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর আছে। শরীয়তে সব প্রকার সহায়তা হারাম নয়।বরং সে সব সহায়তাই হারাম যা সরাসরি হারাম কাজের সহিত জড়িত থাকে। যেমন, সুদী লেনদেন করা। সুদী লেনদেন লিখে রাখা। সুদী টাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থেকে উসুল করা, ইত্যাদি ইত্যাদি।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
398
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি তত্ব তালাশ নিয়ে দেখবেন,যদি সরাসরি সুদের সাথে সম্পর্কিত কোনো কাজ হয়, তাহলে অবশ্যই আপনি এই চাকুরী করতে পারবেন না। তবে সরাসরি সুদের সাথে সম্পর্ক না থাকলে আপনি সেই চাকুরী করতে পারবেন।
(২) ব্যাংকে/সেয়ারের(ট্রেডিং) কোম্পানীতে চাকরী করে এমন কারো ড্রাইভার হিসেবে সেই কোম্পানীতে চাকরী করা যাবে। কেননা ড্রাইভিং করা হারাম কোনো কাজ নয়।
(৩) সামি-আল্লহুলিমান হামিদা এর পরিবর্তে আল্লাহু আকবার বলে রুকু থেকে দাড়ালে সাহু সেজদা ওয়াজিব হবে না।