ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শর্তের মাধ্যমে তালাক প্রদাণের জন্য নিম্নোক্ত হরফ ব্যবহার করা হয়ে থাকে।যথা-
(১)إنْ-যদি
(২)َإِذَا-যখন
(৩)َإِذْمَا-যখন
(৪)َكُلُّ-সব
(৫)َكُلَّمَا-যখনই
(৬)مَتَى-যখন
(৭)مَتَى مَا-যখন
বাক্যর প্রারম্ভে এ সকল শব্দ প্রয়োগ করে কোনো কাজের সাথে সম্পর্কিত করে তালাক প্রদাণ করলে যখনি উক্ত শর্ত পাওয়া যাবে,তখন তাৎক্ষণাৎ তালাক পতিত হয়ে উক্ত শর্তযুক্ত বাক্য বিনষ্ট হয়ে যাবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪১৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
10666
সু-প্রিয় দ্বীনী প্রশ্ন কারী ভাই।
বউ ছাড়বো বা ছেড়ে দিবো কিন্তু বিড়ি খাওয়া ছাড়বোনা। এটা শর্তযুক্ত তালাক হবে না।
''বিড়ি আমার জীবনে আগে এসেছে বউ পরে এসেছে , বউ বিড়ি ছাড়ার কথা বললে বলবো, তুমি চলে যেতে পারো কিন্তু বিড়ি ছাড়বোনা।"
এক্ষেত্রেও তালাকের শর্ত হবে না। এদ্বারা তালাক পতিত হবে না।