আসসালামু আলাইকুম।
১)দুই রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে সিজদাহ তে গিয়ে যদি মনে হয় রুকু করেছি কি না ২য় রাকাতে তাহলে যদি দুই সিজদাহ এর পর উঠে রুকুতে গিয়ে আবার রুকুটি যাস্ট করেই বসে আত্তাহিয়াতু দরুদ,দুয়া মাসুরা পড়ে শেষে দুই সালান ফেরানোর পর দুইটি সিজদাহ অর্থাৎ সাহু সিজদাহ দিয়ে আবার আত্তাহিয়াতু, দরুদ,দুয়া মাসুরা পড়ি তাহলে কি নামাজ হবে?
২) নামাজে যদি সন্দেহ হয় ফরজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়েছি কি না।তাহলে লাস্টে দুই সালাম ফেরানোর পর সাহু সিজদাহ দিলে কি নামাজ হয়ে যাবে?