ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি আপনি শুধুমাত্র হালাল ও বৈধ কাজ করেন। কোনো প্রকার অবৈধ বা হারাম কাজ না করেন, তাহলে তাহলে রোজগারি করার তেমন জরুরত না থাকলেও নিজের ছবি বা এন আইডি কার্ড শো করতে পারবেন,যদি আপনি পুরুষ হন।
কেননা পুরুষ হিসেবে অনেক দায়দায়িত্ব অচিরেই আপনার কাধে জড়াবে। কিন্তু যদি আপনি নারী হন, তাহলে আপনার জন্য বিনা প্রয়োজনে এভাবে নিজ ছবি বা এন আই ডি কার্ড শো করানো জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
56835
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) freelance এর কাজ করতে গেলে প্রুফাইল পিকচারে নিজের ছবি দেওয়া যাবে না। ছবি দেওয়া জায়েয হবে না।
(২) যেহেতু কাজের বিনিময় নেয়া হচ্ছে, যদি কাজটি বৈধ হয়,তাহলে অর্জিত অর্থ অবৈধ হবে না।
(৩)এই কাজের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে কেউ কোন খাবার বা কোন পন্য দিলে তা খাওয়া বা ব্যবহার করা নাজায়েয হবে না।
(৪) প্রুফাইল পিকচারে ছবি দেওয়ার জন্য অবশ্যই গোনাহ হবে।