আসসালামু আলাইকুম
>> একটি ছেলে (ছাকিব) প্রায় ১০ বছর আগে যখন কলেজে পরত তখনকার ঘটনা। তখন সে দ্বীনের পথে ছিল না। তখন তার মেয়ে সহপাঠী ছিল। একদিন তার এক মেয়ে সহপাঠী তার কাছে তার জীবনের একটি ঘটনা বলে যে মেয়েটির একটি ছেলের সাথে রিলেশন ছিল। কিন্তু সেই ছেলেটি মেয়েটিকে ধোকা দেয়। কিন্তু মেয়েটি ওই ছেলেটিকে ভুলতে পারে না। এমনবস্থায় মেয়েটি ছাকিব কে রিকুয়েষ্ট করে ছাকিব যেন কবিরাজ এর কাছে যায়, এবং এমন কোন তদবীর নিয়ে আসে যাতে মেয়েটি ছেলেটিকে ভুলে থাকতে পারে। পরে ছাকিব এক কবিরাজ এর কাছে যায় এবং ঘটনা খোলে বলে, এবং কবিরাজ এর কাছে এমন তদবীর চায় যেন মেয়ে ছেলেটিকে ভুলে থাকতে পারে এবং ছেলেটি উল্টো মেয়ের জন্য পাগল হয়ে যায়। পরে কবিরাজ ছাকিবের কাছ থেকে মেয়ে এবং ছেলের নাম, বাবা মায়ের নাম ঠিকানা আনুসাঙ্গিক জিনিস জিজ্ঞেস করে। কিছুক্ষণ পরে কবিরাজ ছেলেটির কাছে বাশের ছিলকার মত একটি জিনিস দেয় এবং তার মাথায় সুতার মত কিছু পেছানো ছিলো। এবং ছাকিব কে বলে এই জিনিসটি তিন রাস্তার মোড়ের মধ্যে পোতে দিতে। এবং ছাকিব কবিরাজ এর কথা মত রাত্রে এমন এক যায়গায় পোতে আসে। এখন ১০ বছর পর এসে ছাকিবের অনুশোচনা হচ্ছে। এখন সে দ্বীনের পথে থাকার চেষ্টা করে। ছাকিব ওই ছেলেটিকে চিনতোও না, এখন তার মেয়ে সহপাঠীর সাথে যোগাযোগ ও নেই। ছাকিব জানেও না এই তদবীর এর কোন প্রভাব ছেলে মেয়ের উপর পরেছে কিনা বা তাদের কোন ক্ক্ষতি হইছে কিনা। ছাকিব এখন বুঝতে পারছে এই কাজ টি করা ঠিক হয়নি।
এখন ছাকিব এর কি করণীয়?