ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার নিকট ১ ভরির কিছু কম বা ১ ভরি স্বর্ণ রয়েছে, এবং নগদ ৬৭ হাজার টাকা রয়েছে। এরমধ্যে ৫০ হাজার টাকা আপনি ব্যবসার জন্য দিয়েছেন,আর ১৫ হাজার টাকা কর্জে হাসানা দিয়েছেন। আপনার নিকট এগুলো দেড় বৎসর বাবৎ রয়েছে। উপরোক্ত সব সম্পদ মিলিয়ে যেহেতু ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে গেছে, তাই আপনার উপর যাকাত ফরয হয়ে যাবে।
স্বর্ণের বিক্রয়মূল্য এবং নগদ টাকার ২.৫% যাকাত আপনাকে দিতে হবে।
যেহেতু দেড় বৎসর যাবৎ এগুলো আপনার কাছে রয়েছে, তাই আপনার উপর দেড় বৎসরের যাকাত ওয়াজিব। আপনি যদি প্রতি রমজানে যাকাত দিতে চান, তাহলে এই রমজানে দেড় বৎসরের যাকাত দিয়ে দিন, এবং পরবর্তীতে প্রতি রমজানে যাকাত দিতে পারবেন। পূর্ণ সম্পত্তির ২.৫% এক বৎসরের জন্য এবং ১.২৫% ৬ মাসের জন্য যাকাত দিবেন।