আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ।
আমার ভাইয়া ব্যাবসা করেন।কিন্তু ব্যাবসার কোনো অর্থই তার নিজের না।চাচা ধার দিয়েছেন ব্যাবসা করার জন্য। ব্যাবসার টাকা থেকে যা লাভ হয় তা দিয়েই সংসার চলে। ব্যাবসার টাকার পরিমান নিসাব পরিমান সম্পদের অনেক বেশি।এখন এই টাকার যাকাত কে দিবেন? ভাইয়া নাকি চাচা?
জাযাকুমুল্লাহু খইর।