আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ শায়খ,
১.আমার অফিসে নারী দিবস উপলক্ষে ছেলেরা সবাই টাকা তুলে মেয়ে কলিগদের জন্য ব্যাগ কিনেছে।আমি ব্যাপার টা জানতাম না হঠাৎ ডেকে নিয়ে গিফট টা দেয়,আর ম্যানেজার স্যার থাকায় তৎক্ষনাৎ মানাও করতে পারিনি, নিয়ে নিয়েছি।আর কানাঘুষা শুনে বুঝতে পারি যে,এই গিফট কেনার জন্য যে টাকা তোলা হয়েছে অনেকেই তা স্বেচ্ছায় দিতে চায় নি অনেক টা চাপে পড়ে দিয়েছে।
**আমার কাছে এখানে দুটি আপত্তিকর বিষয় রয়েছে,১.নাজায়েজ দিবস,২.অন্যের মাল জোরপূর্বক গ্রহয়।
এমতাবস্থায় এই গিফট টি গ্রহণ করা কি আমার জন্য ঠিক হয়েছে?নাকি গুনাহ হবে?সেক্ষেত্রে কি আমি কি করতে পারি?(গিফট এর সাথে কিছু চকলেট ও রয়েছে)এগুলো খাওয়া কি জায়েজ হবে??আমি এখনো খাইনি ওইভাবেই রেখে দিয়েছি।
২.যাকাতের টাকা গতবছর রমাদানে দেওয়া হয়েছিল কত তারিখে সেটা মনে নেই,যদি রমাদানেই দেই ২/৪ দিন পরে হলে কি ঠিকঠাক আদায় হবে??
جزاك الله خيرا