জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়।
মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮
বিস্তারিত জানুনঃ
নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
كَثَب
[কাছাব] শব্দের অর্থঃ-
নিকটত্ব
নৈকট্য
সন্নিকট
কাছা-কাছি অবস্থান
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার ফরজ নামাজ আদায় হয়ে গিয়েছে।
পুনরায় উক্ত নামাজ পড়তে হবেনা।
(০২)
আপনি নেসাব পরিমান সম্পদের মালিক হলে এ টাকার যাকাত দিতে হবে।
অন্যথায় যাকাত দিতে হবেনা।
(০৩)
যদি কারো কাছে বায়ান্ন তোলার রূপার সমমূল্য টাকা থাকে,সেক্ষেত্রে সে নেসাব পরিমান সম্পদের মালিক। নেসাব পরিমান সম্পদের মালিক হওয়ার পর এক বছর পূর্ণ হলে তার উপর যাকাত ফরজ।
বর্তমানে বায়ান্ন তোলা রূপার মূল্য (২১ ক্যারেটের রুপার হিসাবে) ৯০ হাজার টাকার মতো।