আসসালামু আলাইকুম
আমরা সবাই মিলে একসাথে থাকি.....
আমার মার যদি ৪ ভরি স্বর্ণ থাকে, আবার আমার ভাবীর যদি ২ ভরি স্বর্ণ থাকে, আর আমার স্ত্রীর যদি ২ ভরি স্বর্ণ থাকে তাহলে কিভাবে যাকাত দিব? সবারটা একসাথে মিলে যাকাতের নিসাব পরিমাণ হয় (স্বর্ণের হিসাবে)
কিন্তু শুধুমাত্র একজনের স্বর্ণ ও টাকা মিলিয়ে যাকাতের নিসাব পরিমাণ না হয় (যদি স্বর্ণের বাজার মূল্য হিসাব করা হয়) তাহলে কি পরিবারের কাউকেই যাতাক দিতে হবে না?