আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
121 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (17 points)
১.অনলাইনে যে বিভিন্ন নকল ড্রেস পাওয়া যায় যা বিভিন্ন অরিজিনাল ড্রেস কে নকল করে বানিয়ে সেল করা হয়,এক্ষেত্রে পারমিশন না নিয়ে নকল করার সম্ভাবনা ই বেশি,এই ড্রেস গুলো কি কেনা জায়েজ হবে?আর ইন্ডিয়ান প্রডাক্ট কি বয়কট করতে হবে?

২.রমাদান পেয়ে যে ক্ষমা পায় না তার ধ্বংসের কথা বলা হয়েছে,এখন অনেকে রমাদান চলে যাবে কিন্তু গুনাহ করে যাবে কবিরা গুনাহ ছাড়তে পারবে না,বা বান্দার সাথে সম্পর্কিত হক এর ব্যাপারে ক্ষমা পাবে না,তারা ও কি ধ্বংস হয়ে যাবে?ক্ষমা পাওয়ার জন্যে কি আমল করতে হবে?

৩.সে ব্যাক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে,এখানে কি বোঝানো হয়েছে এক্ষেত্রে তারা কি অমুসলিম হয়ে যাবে?

৪.নফসের দাসত্ব কিভাবে হয় একটু বুঝিয়ে বলবেন মানুষ তো সব গুনাহ নফসের কথা শুনেই করে,কোন ক্ষেত্রে এটা শিরক হবে?

৫.বিভিন্ন জায়গায় দেখি নবী সাঃ বিভিন্ন মানুষকে বলেছেন তারা উম্মতের দলভুক্ত নয়,যেমন যারা প্রতারনা করে,এখন কম বেশি অনেকেই জীবনে দু এক বার প্রতারনা করতে পারে,তারা কেউ কি উম্মত হবে না বা মুসলিম থাকবে না?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
এই ড্রেস গুলো কেনা জায়েজ হবে।

পন্য বয়কট সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০২)
ক্ষমা পাওয়ার জন্যে সহীহ ভাবে নামাজ রোযার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

এখানে সব রকমের গুনাহ মাফ উদ্দেশ্য। 
গুনাহ মাফ না হলে ধ্বংসের বদ দুয়া লাগবে।

(০৩)
হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيْسَ الْمُؤْمِنُ بِالَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِع إِلَى جنبه» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان» 

ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, সে ব্যক্তি পূর্ণ মু’মিন নয়, যে উদরপূর্তি করে খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।
শু‘আবুল ঈমান ৩৩৮৯, সহীহুল জামি‘ ৫৩৮২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৫৭৩, সহীহ আত্ তারগীব ২৫৬১, মুসনাদে আবূ ইয়া‘লা ২৬৯৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০১৬০।

★অর্থাৎ কোন পরিপূর্ণ মু’মিন এমন কাজ করতে পারে না।

(০৪)
নফসের দাসত্ব এভাবে হয় যে নফস যা বলে,সে অনুযায়ীই চলে। চাই শরীয়ত যাহা বলুকনা কেনো।
সে নফস অনুযায়ীই চলে।

(০৫)
এর অর্থ হলো সে আমাদের তরীকার অনুসারী নয় এবং আমাদের অনুসরণের প্রতি যত্নবান নয়। সে আমার সুন্নাত ও পথের অনুসারী নয়। আহলুস্ সুন্নাহর মতে কোন পাপ কাজের দ্বারা কাফির হয় না।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...