১.অনলাইনে যে বিভিন্ন নকল ড্রেস পাওয়া যায় যা বিভিন্ন অরিজিনাল ড্রেস কে নকল করে বানিয়ে সেল করা হয়,এক্ষেত্রে পারমিশন না নিয়ে নকল করার সম্ভাবনা ই বেশি,এই ড্রেস গুলো কি কেনা জায়েজ হবে?আর ইন্ডিয়ান প্রডাক্ট কি বয়কট করতে হবে?
২.রমাদান পেয়ে যে ক্ষমা পায় না তার ধ্বংসের কথা বলা হয়েছে,এখন অনেকে রমাদান চলে যাবে কিন্তু গুনাহ করে যাবে কবিরা গুনাহ ছাড়তে পারবে না,বা বান্দার সাথে সম্পর্কিত হক এর ব্যাপারে ক্ষমা পাবে না,তারা ও কি ধ্বংস হয়ে যাবে?ক্ষমা পাওয়ার জন্যে কি আমল করতে হবে?
৩.সে ব্যাক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে,এখানে কি বোঝানো হয়েছে এক্ষেত্রে তারা কি অমুসলিম হয়ে যাবে?
৪.নফসের দাসত্ব কিভাবে হয় একটু বুঝিয়ে বলবেন মানুষ তো সব গুনাহ নফসের কথা শুনেই করে,কোন ক্ষেত্রে এটা শিরক হবে?
৫.বিভিন্ন জায়গায় দেখি নবী সাঃ বিভিন্ন মানুষকে বলেছেন তারা উম্মতের দলভুক্ত নয়,যেমন যারা প্রতারনা করে,এখন কম বেশি অনেকেই জীবনে দু এক বার প্রতারনা করতে পারে,তারা কেউ কি উম্মত হবে না বা মুসলিম থাকবে না?