আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
পিরিয়ডের ডেইট ছিল গত মার্চ মাসের ২৬ তারিখে। ২৮ তারিখে অল্প একটু রক্তপাত হয়। এরপর আর রক্ত দেখা যায় নি। বরং সাদাস্রাব শুরু হয়। শুরুতে সেই অল্প রক্তপাতকে পিরিয়ড ধরে নিয়ে নামাজ থেকে বিরত থাকা হয়েছিল। কিন্তু এরপর আর রক্ত না যাওয়ায় এবং সাদাস্রাব দেখতে পাওয়ায় সেটাকে ইস্তিহাযা ধরে নিয়ে ফরজ গোসল ছাড়াই নামাজের কাযা আদায় করা হয় এবং ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয়।
এরপর গত ১ এপ্রিল আবার রক্ত দেখা যায় এবং পুরোদমে রক্তপাত অর্থাৎ হায়েজ শুরু হয়। প্রশ্ন হচ্ছে, এখন হায়েজের দিন গণনা কবে থেকে শুরু করতে হবে? ২৮ তারিখ থেকে? নাকি ১ তারিখ থেকে?
২৯ তারিখে সেহরী খাওয়া হয়েছিল এবং ২৮ তারিখ সন্ধ্যার পর আর রক্ত দেখা না যাওয়ায় ২৯ তারিখ সকাল থেকে সতর্কতাবশত না খেয়ে থাকা হয়। এরপর ২৯ তারিখেই সাদাস্রাব দেখার পর সেদিন সারাদিন পানাহার থেকে বিরত থাকা হয়। ২৯ তারিখের রোযাটা কি হয়েছে?
২৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত সবগুলো রোযা রাখা হয়েছিল। ২৮ তারিখ থেকে হায়েজের দিন গণনা শুরু হলে কি এই দিনগুলোর (২৯মার্চ - ৩১ মার্চ) রোযার কাযাও আদায় করতে হবে?