আসসালামু আলাইকুম,
১. আমার ভাই জিপি তে অনেক বেশি টাকা রিচার্জ করে এজন্য, রমজান উপলক্ষে তারা কিছু খাবার যেমন খেজুর, বাদাম এইগুলো গিফট করে। আমি তো জানি না জিপি কোম্পানির টাকা হারাম কি না, আমার পক্ষে জানা সম্ভবও না। একটু জানাবেন প্লিজ, স্পেসিফিক ভাবে যে, ওই খাবার খাওয়াটা হারাম হবে কি না।
২. মসজিদে অনেক সময় ইফতারি বা এমনিতেই অনেকে খাবার দেয়। সবসময় তো জানা সম্ভব হয় না যে এটা দিচ্ছে তার ইনকাম হালাল নাকি হারাম, তাহলে সে খাবার কি খাওয়া যাবে নাকি ফেলে দিতে হবে?
৩. কারো যদি বেশিরভাগ ইনকামই হালাল, কিন্তু সে আবার দোকানে বিড়ি-সিগারেট বিক্রি করে তবে তারা কোনো খাবার দিলে কি সেটা খাওয়া যাবে?