আসসালামু আলাইকুম।
দয়া করে আমাকে অপারগ ব্যক্তির বিধান জানান। আমার সমস্যা ধরন হলো আমি কোন কাজ করার পর ভুলে যাই।যার জন্য একবার কোনো কাজ করার পর ভুলে যাই পরে একশ বার সেই কাজ করার পরো মনে হয় করি নি। এই ভুলে যাবার সমস্যা আমার মানসিক সমস্যাতে পরিনত হয়েছে। প্রতিটি সময় ইস্তিন্জার সময় মনে হয় ইস্তিন্জা করি নি। ওজুর পর মনে হয় ওজু করি নি,গোসলের পর মনে হয় গোসল করি নি, নামাজে সুন্নত ফরজ পড়ার পর মনে হয় সুন্নত বা ফরজ পড়ি নি। আজকেও মনটা ভীষন খারাপ এই সমস্যার জন্য।কারন রমাদানের এই পবিত্র মুহূর্তে আমার নামাজ কাজা হয়ে গেলো। সমস্যা হল আমি নামাজ পড়া, ওজু গোসল,কাপড় ধোয়া, ইস্তিন্জা করার পর একদম ই মনে থাকে না কাজ গুলো করেছি কি না! পিরিয়ডের সময় টুকু আমি সম্পূর্ন সুস্থ থাকি এই সমস্যা থেকে। পবিত্রতার দিন গুলোতেইশুধু এমন হয়। যার জন্য কোনো আমল, ইবাদাতে মন দিতে পারছি না।দুআ, যিকির, কোরান তিলাওয়াত, সকল প্রচেষ্টা করেও এটা থেকে বেরিয়ে আসতে পারি নি তিনচার বছর যাবত। এখন আমি অপরাগ ব্যক্তির মাসআলা জানতে চাই -
১.যেহেতু আমি মারাত্মক শুচিবাই আক্রান্ত তাহলে আমি
যদি অপবিত্র কাপড় ধৌত করার পর তিনবার ধৌত
করলাম কি না ভুলে গেলে বা সন্দেহে পড়ে গেলে যদি আর ধৌত না করি শুচিবাই কে পাত্তা না দেয়ার জন্য তবে কি আমার সেই সন্দেহযুক্ত কাপড়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে তো? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কি?
২.ইস্তিন্জা ওজু বা গোসলের পর যদি সন্দেহ আসে বা ভুলে যাই আর শুচিবাইয়ের বিপদ থেকে বাচতে যদি
পুনরায় সেই ইস্তিন্জা, ওজু গোসল না করি তাহলে কি আমি শরিয়তের দৃষ্টিতে পবিত্র হতে পারবো?
৩. নামাজের সুন্নত ফরজ পড়ার বিষয়ে ভুলে গেলে
আমি যদি আবার এটা পুনরায় পড়া থেকে বিরত থাকি তাহলে কি আমি গোনাহগার হবো!
আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে এই ওয়সওয়াসা বা ভুলে যাবার সমস্যার জন্য আমি নামাজ তরক করছি,নামাজে দেরি করছি, আল্লাহর কোনো ইবাদাত আর বান্দার হকও আদায় করতে পারছি না।নিজেও অসুস্থ অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওজু,গোসল আর কাপড় ধৌত করতে করতে।তাইআমি যদি এই সব বিষয়ে সন্দেহ আসার পর পাত্তা না দেই বা পুনরায় সেই পবিত্র অর্জনের কাজ থেকে বা নামাজ পুনরায় পড়া থেকে নিজেকে বিরত রাখি তাহলে কি আল্লাহ আমার ইবাদাত কবুল করবেন বা শাস্তি দিবেন ? অথবা যদি আমি কাপড় শরির সত্যি সত্যি পবিত্র করতে, নামাজ পড়তে ভুলে যাই তাহলে আল্লাহ কি আমাকে এবিষয়ে মাজুর হবার দরুন ক্ষমা করবেন? কারন এই কাজ গুলো যদি আমি আরেকবার পুনরায় করতে যাই তাহলে আমার সন্দেহ আর ভুলে যাবার মাত্রা বাড়তেই থাকে বাড়তেই থাকে। কিছুতেই সন্দেহমুক্ত হতে পারি না।ফলে এককাজ একশবার করার পরও মনে হয় কাজটা করি নি! এভাবে ছুটে যায় ফরজ সুন্নত নফল আমল। চলে যায় নামাজের ওয়াক্ত। যদিও লম্বা হয়ে গেছে লিখা।আমাকে ক্ষমা করবেন। আমি কি যে বিপদে আচি আল্লাহ ছাড়া কাউকে বোঝাবার নয়। দয়া করে এই বিষয়ে মাসআলা জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহু খইরান।